জামাতে পিছলামী'র সিরাতুল জিলাপী !!

Written on 29 March 2024. Posted in Literature :: Bangla

নূরানী এ চেহারায় দেখাই যে দুঃখ, - মাথায় কিন্তু ভাই প্যাঁচ খেলে সুক্ষ্ম।

আওয়ামী-বিএনপি’রা লড়ে হোক কুপোকাr,-ফাঁকতালে আমাদের হয়ে যাবে বাজীমাr.
এমন দাবড়ে দেব শারিয়ার ডাণ্ডা - কাফের ও মুশরিক হয়ে যাবে ঠাণ্ডা
মানবাধিকারে কেউ করলে টুঁ শব্দ, - বিকট হুহুংকারে করে দেব জব্দ।
মুরতাদ-ফতোয়ায় কাটব যে কল্লা, - তাই দেখে দুনিয়ায় হয় হোক হল্লা।
খাবি খাবে হাইকোর্ট ফতোয়ার ধাক্কায়, - তখন দেখবি মাথা কত ঘুরপাক খায়!
প্রচুর সর্ষেফুলে ভির্মি-ই খাবি সব, - জামাত-শিবির ধেড়ে-নৃত্যে মহোrসব
দেখে হবে দুনিয়ার চক্ষু চড়কগাছ, - জামাতে পিছলামি’র তুমুল বাঁদর নাচ।

জামাতের মাদ্রাসা হবে শত লক্ষ - বেরোবে পঙ্গপাল জামাতের পক্ষ।
আর্মি ও সরকার ভরে দেব তা দিয়ে - কোথা যাবি জামাতের রাষ্ট্রটা না দিয়ে ?
ভুতের উলটো পায়ে প্রচণ্ড গতিতে, - ছুটবে বাংলাদেশ, বহুদূর অতিতে।
নারী-অধিকার হবে অতীব নিষিদ্ধ, - বৌকে-পেটানো হবে আইনতঃ সিদ্ধ।
তালাক সাক্ষ্য আর উত্তরাধিকারে, - পিষে যাবে মেয়েগুলো জামাতের শিকারে।
মাথা থেকে পা-ঢেকে কাপড়ের বস্তায়, - ঘুলঘুলি চোখে ভুত চলবে যে রাস্তায়।
নারীরা থাকবে চার দেয়ালের ভেতরে, - চা-র জেনানা! উফ্! বলব কি সে তোরে!
হঠাr লাক দিয়ে বড় বৌ বুড়িকে, - আনব কলমা পড়ে নধর এক ছুঁড়িকে।
মহাসুখে চার বৌ বদলাব বারবার, - ভাবছ কি নৃশংস জামাতির কারবার?
মোদুদি’র ইসলামে এতে কোন মানা নেই ! - আফসোস! তোমাদের কিছুই যে জানা নেই !!
মুখভরা মিঠে কথা বুকভরা তেতো বিষ, - এটাই তো জামাতের রহস্য, তা জানিস?

পিটিয়ে তাড়াতে হবে এদেশের হেঁদুদের, - বইবে নহর জামাতিছলামী সে দুধের।
আটকানো বিহারীরা হয়ে যাবে নাগরিক, - ভোটগুলো জামাতকে তারা দিয়ে দেবে ঠিক।
মুফr বিলানো হবে মওদুদি-বান্না, - গৃহিণীরা পড়বে, শেষ হলে রান্না।
মুক্তিযোদ্ধা (ভুয়া) পরিষদ বানাবো, - মুজিব-তাজের সব ছবি টেনে নামাবো।
স্মৃতির সৌধ আর শহীদ মিনারটা, - বিজয়-স্তম্ভ নামের ও ম্যাগ্না কার্টা,
আধা-মুসলিম এ জাতির মেরুদণ্ড, - বোমা মেরে করে দেব খণ্ড -বিখণ্ড ।
ন’শো টন স্কচটেপ কেনা হবে পণ্য, - সাংবাদিকের ঠোঁটে লাগানোর জন্য।

গায়ক-নাচকেরা, ভাগো সব ভাগো রে, - সবাইকে ফেলে দেব বঙ্গোপসাগরে।
সিনেমা থাকবে। তবে নায়কের দাঁড়ি চাই, - সে দাঁড়িতে দৈর্ঘ্যের কিছু বাড়াবাড়ি চাই।
নায়িকা রাখতে পারো, রেখে যদি পাও সুখ, - পেছন দেখাবে শুধু ! দেখাবেনা চাঁদ মুখ!!
নাচ গান নয়, শুধু বাদ্যিটা থাকবে, - সংলাপে নেজামী’র নামটাও রাখবে।

সুযোগ পেলেই করি আর এক চেষ্টা, - ক্রীতদাস-দাসীদের হাটে ভরি দেশটা।
অগুন্তি দাসীরা তো চর্ব্য ও চোষ্য, - জামাতের সংস্কৃতি বটে তো অবশ্য।
ওদের জীবনে আমি হলে হব কেয়ামত, - আমার জীবনে ওরা আল্লার নেয়ামত।
এটাই বৈধ আছে মোদুদিছলামি’তে, - দোষ কেন দাও জামাতির পিছলামিতে ?
না জুটুক মালকোঁচা, না জুটুক খাদ্য, - সবাইকে হতে হবে জামাতের বাধ্য।
গোটা দেশ ছেয়ে দেব টুপিতে ও দাঁড়িতে, - ওয়াজ চলবে, ভাত না থাকুক হাঁড়িতে।
বেতারে-টিভিতে হবে জামাতের চর্চা, - রাতদিন, ‘‘মিডিলিষ্ট’’ দেবে তার খর্চা।
বায়তুল মোকার’মে বসে যাবে সংসদ, - বুদ্ধিজীবিরা সব হয়ে যাবে বংশদ।
মরণানন্দেরাই লিখবে যে পদ্য, - তবেই তো বটতলা হবে অনবদ্য!
ওহে কবি ! এইটুকু পারিস্নি শিখতে, - আরবীতে রবীন্দ্র-সংগীত লিখতে?

রবে কিছু মোনাফেক, তাতে আর ভয় কি? - মর্দে জামাতিদের হবে জয়, নয় কি ?
আল্লা রসুল আর কোরাণের বাইরে, - জামাতি থাকবে শুধু শুনে রাখ্ ভাইরে !

জামাতের ‘‘ইসলাম’’, প্রলাপ ও বিলাপ-ই, - মুস্তাকিম-এর নামে সিরাতুল জিলাপী !!

২২ মে ৪১ মুক্তিসন (২০১১) 

Print