এই সেনারা সেই সে নারা

Written on 16 April 2024. Posted in Poetry

এই সেনারা সেই সে নারা

("নারা" = শ্লোগান, যেমন "নারা-এ তকবির"। ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের উপর নির্লজ্জ হামলার ওপরে)
 
এই সেনারা সেই সে নারা দিচ্ছে আবার, একি! - স্বাধীন দেশে ছদ্মবেশে হদ্দ পাকি দেখি!!
কথায় বলে সৈন্যদলের বুদ্ধিটা হাঁট্টুতে, - অনেক দেশই ঠকেছে এই দিল্লী কা লাড্ডুতে।
আমরা ঘোরাই পরিশ্রমে অর্থনীতির চাকা, - ওদের শুধু লেফট-রাইট আর মুখের বুলি ফাঁকা।
প্রতিরক্ষা শিকেয় তুলে গদির লোভে ক্রমে, - নিজের দেশই জয় করে সে বিপুল বিক্রমে !
 
আহার-বিহার, পোশাক-বাড়ী খাচ্ছে মুফৎ সব, - গরীব জাতির রক্তমাংসে ওদের মহোৎসব।
খায় যত তার কোনো কিছুই দেয়না ফেরৎ তো, - নিরস্ত্র জনতার ওপর ওদের বীরত্ব !!
 
এই সেনা আর চাইনে রে ভাই, চাইনে সেনাপতি, - জনগনই হয়ে উঠুক সব অগতির গতি।
এ শ্বেতহস্তি চাইনে রে ভাই, চাই গণবাহিনী, - এটাই শেখায় একাত্তরের বিজয়ের কাহিনী।
 


হাসান মাহমুদ - ২৪শে আগষ্ট ৩৭ মুক্তিসন (২০০৭)

 

Print