আফগানিস্তানের পথে বাংলাদেশ? মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের বিরুদ্ধে ২৫টি পদক্ষেপ

আফগানিস্তানের পথে বাংলাদেশ?  মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের বিরুদ্ধে ২৫টি পদক্ষেপ:-

হাসান মাহমুদ

https://www.facebook.com/photo/?fbid=10169246529110593&set=a.155426800592

“শারিয়াকে এ-যুগে চালাইতে হইলে অবশ্যই যে প্রচণ্ড ঘষামাজা করিতে হইবে সে-ব্যাপারে আমি সবাইকে স্মরণ করাইয়া দিতেছি...সেই যুগে যে উদ্দেশ্যে শারিয়ার উসুল বানানো হইয়াছিল, অনেক কারণেই এখন উহা সেই উদ্দেশ্য অর্জন করিতে সক্ষম নহে........" - উদ্ধৃতির সারাংশ - "প্রিন্সিপল্স্ অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স" - বিশ্ব বিখ্যাত শারিয়া বিশেষজ্ঞ ডঃ হাশিম কামালি, পৃঃ ১৩, ৫০০, ৫০৪।

*******************************

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ৫ই আগস্ট ভারতে যাবার পর শারিয়াপন্থীরা অতি দ্রুত শক্তিশালী হয়ে উঠেছেন। এটা তাঁদের প্রাপ্য। বহুবছর ধরে তাঁরা শারিয়া আইনের পক্ষে জনমত গড়ার নিরলস ও একাগ্র চেষ্টা করে গেছেন যেখানে সেক্যুলার শক্তি ছিল কুম্ভনিদ্রায় আক্রান্ত। শারিয়াপন্থীরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে সাফল্যের সাথে কৌশলী কিছু পদক্ষেপ নিয়েছেন, সেগুলোকে দু'ভাগে ভাগ করা যায়:-

(ক) মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে এই বয়ান প্রতিষ্ঠা করা - "একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তান, ইসলাম ও মুসলিম-বিরোধী ভারতীয় ষড়যন্ত্র। এটা ছিল পূর্ব পাকিস্তানী মুসলিমদের মহাভুল এবং মুক্তিযুদ্ধ-বিরোধীরাই সঠিক ছিলেন”,

(খ) গণতন্ত্রকে ইসলাম বিরোধী হিসাবে প্রতিষ্ঠা করা যাতে ইসলামী রাষ্ট্রতত্ত্বের কোনো প্রতিপক্ষ না থাকে।

সংক্ষেপে দেখা যাক:-

(ক) মুক্তিযুদ্ধ-বিরোধী পদক্ষেপ গুলো। এর মধ্যে আছে মুক্তিযুদ্ধের প্রতীক ও ভাবমূর্তি ধ্বংস করা।  

  1. বর্তমান পরিবর্তনকে মুক্তিযুদ্ধে বিজয়ের সমান্তরাল “স্বাধীনতা” নাম দেওয়া
  2. মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ভাঙচুর করে দলিল নষ্ট করা,
  3. মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ৬০০ ভাস্কর্য ভাঙচুর,
  4. বাংলাদেশ টেলিভিশন ভবনে মুক্তিযুদ্ধ-আর্কাইভের দলিল ভিডিও পোড়ানো,
  5. খুলনায় গণহত্যা জাদুঘর আক্রমণ করে বিভিন্ন নথি ও নমুনা নষ্ট করা,
  6. মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাকে অপমান করা, মুক্তিযোদ্ধার কবর ভাঙচুর,
  7. একাত্তরে জনতার ভৈরব গর্জন, জাতির রণহুংকার "জয় বাংলা" নিয়ে উপহাস,
  8. রাজাকার শব্দের ঘৃণিত ভাবমূর্তি মুছে শব্দটাকে গ্লোরিফাই করে মুক্তিযুদ্ধ-সংশ্লিষ্ট সব কিছুর মহিমা ক্ষতিগ্রস্ত করা,
  9. মুক্তিযুদ্ধে শহীদদের মত এই আন্দোলনের শহীদদের জাতীয় পতাকা জড়িয়ে জানাজা,
  10. মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার প্রস্তাব - “একাত্তর ভুলে যান, এটা দুহাজার চব্বিশ”,
  11. বঙ্গবন্ধু ফ্যাক্টর - তাঁর বাড়ি ভাঙচুর, নোংরা ভাষায় তাঁকে নিয়ে ঠাট্টা, তাঁর ভাস্কর্যের মাথার উপরে দাঁড়িয়ে ভাস্কর্য ভাঙ্গা, পনেরোই আগস্ট মুজিব-হত্যা দিবসে সরকারি ছুটি বাতিল,
  12. পাকিস্তান ফ্যাক্টর (ক) বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হলে পাক প্রধানমন্ত্রী বলেছেন বঙ্গবন্ধু তাঁর কৃতকর্মের ফল ভোগ করছেন, (খ) ঢাকা রেডিওতে উর্দু প্রোগ্রামের উদ্যোগ, (গ) পাকিস্তানের ঘোষণা পাকিস্তানে যেতে বাংলাদেশীদের ভিসা লাগবে না, (ঘ) পাক বাংলাদেশের মধ্যে নিউক্লিয়ার চুক্তির প্রস্তাব,

************************************************

 (দুই) গণতন্ত্র বিরোধী পদক্ষেপ

  1. "গণতন্ত্র ইসলাম-বিরোধী কুফরী আকিদা", "বিশ্বের সমস্যা সমাধানে গণতন্ত্র ব্যর্থ হয়েছে", "গণতন্ত্র বিশ্ব-মুসলিমের মহাশত্রু" এই ধরনের বয়ান ক্রমাগত প্রচার করা। এই দাবির গ্যাপ গুলো নিয়ে লেখার চেষ্টা করব - এটা ডিবেট নয়, এটা একটা একাডেমিক ডিসকাশন। আপাতত: আগ্রহীদের অনুরোধ করছি:-

A-. এই ১৪ মিনিটের ক্লিপ টা দেখতে - আন্তর্জাতিক অঙ্গনে বিখ্যাত বর্ষিয়ান আলেম কামাল উদ্দিন জাফরী “ফেস দ্য পিপল” টিভি অনুষ্ঠানে বলেছেন শারিয়া আইনে কিছু ভুল উনি লক্ষ্য করেছেন, সেগুলো ঠিক করতে হবে। কাজটা এখনো হয়নি। আশাকরি শারিয়াপন্থীরা তাঁদের শারিয়া বইগুলো ও আইনগুলো গোপন না রেখে জাতিকে দেখাবেন যাতে জাতি সেগুলো পরীক্ষা করে দেখতে পারে। যতদিন এটা না হচ্ছে ততদিন মোহময় ইসলামী শব্দ বাক্যের ধূম্রজাল সৃষ্টি করে জাতিকে অন্ধকারে রাখা হবে এবং জাতি সেটা বিলক্ষণ বুঝবে। অনুষ্ঠানের লিংক (ডেসক্রিপশনে পুরো অনুষ্ঠানের লিংক আছে) https://www.youtube.com/watch?v=KQ6oKgWA2Mk&t=196s

"শারিয়া আইনের উদাহরণ" - এই নিবন্ধে দেখুন এ ধরনের আইন দিয়ে দেশ চালানো যাবে কিনা কিংবা আন্তর্জাতিক মিডিয়ার সাক্ষাৎকারে দুনিয়ার সামনে প্রশ্নের জবাব দেওয়া যাবে কিনা:- https://www.hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/214-2023-03-24-00-05-10   

B-. আলেম-ওলামাদের প্রতিষ্ঠিত বিশ্বের বৃহত্তম ইসলামী সংগঠন নাহদালাতুল উলামা'র প্রকাশিত "ইসলামী রাষ্ট্রের বিভ্রম" বইটা পড়তে - প্রচ্ছদের ছবি, আমাজনে কিনতে পাওয়া যায়:-   https://www.amazon.ca/Illusion-Islamic-State-Radicalization-Muslim-Majority-ebook/dp/B004YR5ALE:- 

May be a graphic of 1 person, monument and text  

  1. বিভিন্ন অডিটোরিয়ামে ও অজস্র ইউটিউব চ্যানেলে ক্রমাগত শারিয়াপন্থী ও গণতন্ত্র-বিরোধী অনুষ্ঠান,
  2. ২২ জেলায়শিল্পকলা ইনস্টিটিউটে হামলা, বাদ্যযন্ত্র ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ,
  3. ইসলামী গানকে জাতীয় সংগীত করার প্রস্তাব
  4. দেশজুড়ে আরও আরবি ক্যালিগ্রাফি ও ভাস্কর্য  
  5. মসজিদের মাইকে সঙ্গীত নিষিদ্ধের “আইন” ও “আইন ভঙ্গের শাস্তি” প্রচার,
  6. শহীদ মিনারে ৫২ এর উপরে ক্রস ও ২৪ এর উপরে টিক মার্ক করে আরবি গ্রাফিতির চেষ্টা ও এজন্য মওলানার তিরিশ হাজার টাকা অনুদান,
  7. শহীদ আবু সাঈদের ছবি সহ টাকা (নোট) ছাপার প্রস্তাব,  
  8. "শহীদ" গোলাম আজমের নামে গবেষণাকেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব,
  9.  গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত ভাস্কর্য ভেঙে খেলাফতপন্থী পোস্টার, 
  1. আর্মিতে হিজাব-নিষিদ্ধের আইন বাতিল, এখন থেকে আর্মির নারীরা ইচ্ছা করলে হিজাব পরতে পারবেন – (এটা আমি সমর্থন করি),
  2. তথাকথিত "দেশনেতা" খন্দকার মুশতাককে পুনঃপ্রতিষ্ঠা করার প্রস্তাব। 
  3. ঢাকার টিভিগুলোতে শুরু হয়েছে আফগান শারিয়া-সরকারের প্রশংসার ঢক্কানিনাদ অথচ সেদেশে  সেপ্টেম্বর ২০২১ থেকে গত তিন বছর ধরে ইন্টারমিডিয়েট স্কুল ও ইউনিভার্সিটিতে নারীশিক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশে কল্পনা করা যায় এটা? সারা দুনিয়া ছি ছি করেছে অথচ বাংলাদেশের কোন শারিয়াপন্থী এর প্রতিবাদ করেনি এতে কি প্রমাণ হয়?

**- ঘটনা আরো ঘটবে কিন্তু কথা ওটাই থাকবে - ইসলামী রাষ্ট্র চান?

আইন দেখান !!

পারবেন?

Print