Hilla: Silent Genocide

Watch Hasan Mahmud's Award Winning Bangla Drama on Sharia Law Hilla for free.  Please watch it and share it.

Also check out:    Original [longer] Version       Hilla in TURKISH       Hilla in MALAY       Hilla - Stage Performance

 

১. মুভিটা বানানোর পরে তাৎক্ষণিক তালাকের বিরুদ্ধে কোরান-রসুল থেকে আরো যে দলিল আমি পেয়েছি তা মুভি'র শেষে যোগ করে এই ভার্শন বানানো হলো, এটা এখন যথেষ্ট শক্তিশালী। দেশের সর্বত্র জনগণ ও ইমাম-আলেমদেরকে এটা দেখান যাতে আর কোনো অসহায় মুসলিম বোনকে হিল্লা-র মত অপমানের ও জিল্লতীর শিকার না হতে হয় ।

২. হিল্লা গল্পটা আমি লিখছিলাম ১৯৯৯ সালের দিকে, ওটাতে নাটকের উপাদান আছে দেখে নাটক লিখেছিলাম ২০০৩ সালে।

৩. বাংলাদেশ থিয়েটার টরন্টো ওটাকে মঞ্চস্থ করে শৃঙ্গার আয়োজিত ৩ দিনের নাট্য প্রতিযোগিতায়, ২০০৫ সালে। ঢাকা থেকে আসা প্রয়াত হুমায়ুন ফরীদি আর কোলকাতা থেকে আসা রুদ্র প্রসাদ সেনগুপ্ত ও ড: দিব্যেন্দু, এই তিন বিচারক ওটাকে প্রথম পুরস্কার দিয়েছিলেন।

৪. খবরটা ঢাকার কোনো এক দৈনিকের এক কোনে ছাপা হলে ঢাকা থেকে পরিচালক রাকিবুল হাসান ওর ওপরে সিনেমা বানান সিনেমা বানান কিন্তু অনেক চেষ্টা করাও আজ পর্য্যন্ত কোনো টিভিতে ওটা দেখানো সম্ভব হয়নি।

৫. "আমার ব্লগ"-এর চেষ্টায় ওটা ইন্টারনেটে দেয়া হলে সাড়া পড়ে ও অজস্র মুসলিম ওয়েবসাইটে পোষ্ট করা হয়।

৬. ভারতের মুম্বাই শহরে বিখ্যাত "ইসলামিক রিসার্চ ইন্সটিটিউট"-এর ইসলামিক কনফারেন্সে ও আমেরিকার লস এঞ্জেলস-এ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ওটা দেখানো হয়, দু'জায়গাতেই আমাকে আমন্ত্রণ জানানো হয় বিষয়টা ব্যাখ্যা করতে। তুর্কী ও মালয়েশিয়ার ছেলে মেয়েরা ওটা তুর্কী ও মালয় ভাষায় সাবটাইটেল করেছে, আমার ওয়েবসাইটে দেয়া আছে। "ইসলামিক রিসার্চ ইন্সটিটিউট" মুভিটার কয়েকশ' কপি ডিভিডি ভারতে ছড়িয়েছে।

Reviews of Hilla

HM's movie Hilla has been selected to play at the International Film Festival 2011. Read the details [pdf or online] :: Courtesy: Bengali Times, Canada.

Read Hilla's certification from the Islamic Research Institute [here]

Read Hilla's certification from the Quran Study Center Society [here].

Farzana Hassan's review on South Asian Outlook can be found [here].

The Smirking Chimp's Mike Ghouse wrote about Hilla [here].

 

হাসান মাহমুদ
১০ই জুলাই, ৪৪ মুক্তিসন (২০১৪)

হাসান মাহমুদ ১৬ই ডিসেম্বর ৩৯ মুক্তিসন (২০০৯)
হাসান মাহমুদ ১৬ই ডিসেম্বর ৩৯ মুক্তিসন (২০০৯)

Print