28A. LINKS USED IN THE EVENT "শারিয়া আইন এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ":-

28A. LINKS USED IN THE EVENT "শারিয়া আইন এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ":-

প্রথম আলো ২৬ সেপ্টেম্বর ২০১৭ – “গণতন্ত্র ও শরিয়াহ আইন: জনমত দুটিরই পক্ষে" - “৮০% এর বেশি মনে করেন, শারিয়া আইন মৌলিক সেবা, ব্যক্তিগত নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সহায়ক এবং শারিয়া আইন থাকলে দেশে দুর্নীতি কমবে”। "রিজলভ নেটওয়ার্ক" প্রতিষ্ঠানের পক্ষ থেকে জরিপটা করেছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর Dr. আলী রীয়াজ এবং ব্র্যাক ইউনিভার্সিটির

Dr. সেলিনা আজিজ।

https://resolvenet.org/system/files/2018-08/RSVE_03BangladeshBrief_ShariaDemocracy2017.pdf

প্রথম আলো:-

https://www.prothomalo.com/bangladesh/%E0%A6%97%E0%A6%A3%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A4-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%87-%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87

  1. 2013 পিউ রিসার্চ সেন্টারের জরিপে - বাংলাদেশের 82% মুসলমান শরিয়া আইনের পক্ষে:- https://www.pewresearch.org/religion/2013/04/30/the-worlds-muslims-religion-politics-society-overview/
  1. হাজীপুর মসজিদের মাইক থেকে এই দুইটি "আইন" প্রচার করা হয়েছে ২২ শে আগস্ট ২০২৩:- https://www.facebook.com/watch/?v=1496203817871699

উদ্ধৃতি:- "সম্মানিত এলাকাবাসী, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বৃহত্তর হাজিপুর পঞ্চায়েত কমিটির উদ্যোগে ৩ পঞ্চায়েত কমিটি ও মসজিদ কমিটির সকল সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী দুইটি বিশেষ আইন জারি করা হয়েছে……..। 

এই মসজিদ কর্তৃপক্ষ একটা মারাত্মক ভুল করেছেন - তাঁরা আইন শব্দ ব্যবহার করে মাইকে আইন জারি করেছেন এবং সেটা লঙ্ঘিত হলে শাস্তিরও ঘোষণা করেছেন। তাঁরা সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহীতার অপরাধ করেছেন কারণ সংসদ ছাড়া কারো আইন তৈরি, প্রয়োগ বা শাস্তিদানের ক্ষমতা নেই। সরকার বা আর কেউ তাঁদের বিরুদ্ধে মামলা করলে তাঁদের অসুবিধা হতে পারে।  তাঁদের উচিত ছিল ঘোষণায় বলা - জনগণকে অনুরোধ করা হলো এবং কোন শাস্তির কথা না বলা ।  আশাকরি এই ভুল তাঁরা বা আর কেউ কখনো করবেন না। 

  1. সার্চ - "যে গ্রামে কখনো গান বাজে না একমাত্র ওয়াজ চলে"। 

https://www.youtube.com/watch?v=CxaUAtobpWs

মানিকগঞ্জের গোবিন্দল গ্রামের বেসরকারি নাম এখন মুসলিম নগর। ভিডিওতে গ্রামের মুরুব্বি বলেছেন গ্রামে শতভাগ মুসলিম, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সব নারী বোরখা পড়েন, যৌতুক নিষিদ্ধ, সবাই কোরান পড়তে পারে, গ্রামে ৩৫টি ছোট ছোট মসজিদ। 

লক্ষ্যণীয়, কমেন্টে অনেকেই লিখেছেন আগে থেকেই তাঁদের গ্রামে সঙ্গীত নিষিদ্ধ। অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই সবার অলক্ষ্যে শারিয়া-শাসিত মিনি ইসলামী রাষ্ট্র তৈরি হয়েছে, এটা আরো বাড়বে। অগণিত কমেন্টে সবাই হর্ষোৎফুল্লভাবে সারাদেশে এই আবহ কামনা করেছেন।

  1. "দ্য পানিশমেণ্ট অব্ দি অ্যাপোস্টেট অ্যাকর্ডিং টু ইসলামিক ল" https://books.google.ca/books/about/The_Punishment_of_the_Apostate_According.html?id=C_7pcQAACAAJ&redir_esc=y
  1. ফেস দা পিপল টিভি অনুষ্ঠানে আলিম কামাল উদ্দিন জাফরী

46 min 21 sec – 47 min 03 sec:-

https://www.youtube.com/watch?v=-8-dueidFrc

 

Print