• Home
  • Articles
  • Islamic :: Bangla
  • হিন্দুদের পুজোতে শুভেচ্ছা - আলেমরা পরস্পর বিরোধী কেন??

প্রশ্নবিদ্ধ হাদিস : পর্ব ২ - (১০টি হাদিস)

প্রশ্নবিদ্ধ হাদিস : পর্ব ২ - (১০টি হাদিস) – হাসান মাহমুদ১ -. দেয়াল দিয়ে কেউ কোন জমি ঘিরে দিলেই সেই জমির মালিক হয়ে যাবে - আবু দাউদ ৩০৭১, 

২ -. জয়নাব (রা) নবীর মাথা থেকে খুঁটিয়ে উকুন তুলছিলেন, আবু দাউদ ৩০৭৪ (সমার্থক বুখারী ৪র্থ খণ্ড হাদিস ৪৭, ৯ম খণ্ড হাদিস ১৩০),

৩ -. আয়েশা (রা) বলেছেন নবীজি (সা) একবার যাদুটোনার কবলে পড়েছিলেন যাতে তিনি যা করেননি তা করেছেন বলে মনে করতেন, ( সমর্থনে বুখারী ৪র্থ খণ্ড হাদিস ৪৯০, ৭ম খণ্ড হাদিস ৬৫৮, ৬৬০, ৮ম খণ্ড হাদিস ৪০০),

৪ -. নবী (সা) বলেছেন সাহাবীদের মধ্যে ১২ জন মুনাফেক আছে যাদের ৮জন বেহেশতে যাবে না (অর্থাৎ ৪জন মুনাফেক বেহেশতে যাবে)- সহিঃ মুসলিম ৬৬৮৮ (সমার্থক ৬৬৮৯),

৫ -. নবী (সা)- এর বাড়ি দেখাশুনাকারী সাহাবী কারকারা গনিমত থেকে চাদর চুরি করেছিলেন - বুখারী ৪র্থ খণ্ড হাদিস ৩০৮,

৬ -. কোরআনের আয়াত হারিয়ে গেছে (ক) একটি আয়াত - বুখারী ৪র্থ খণ্ড হাদিস ৬৯, (খ) ২টি আয়াত - ইবনে মাজাহ ৩য় খণ্ড হাদিস ১৯৪৩, ১৯৪৪, (গ) একটি বিশেষ সদকার আয়াত - মওলানা মুহিউদ্দিন খানের অনুদিত বাংলা-কোরান পৃষ্ঠা ১৩৪৭, (ঘ) সূরা আহযাবের ২১৩টি আয়াত - তফসির ইবনে কাসীর - অনুবাদ ড. মুহাম্মদ মুজীবুর রহমান- ১৫ খন্ডের পৃষ্ঠা ৭৩৩,

৭ -. কুয়াতে নারীর মাসিকের কাপড়, মৃত কুকুর ও দুর্গন্ধময় জিনিস ফেললেও সেই কুয়ার পানিতে ওযু করা যাবে - আবু দাউদ ৬৬,

৮ -. নারীর মাসিকের কাপড়, মৃত কুকুর ও মলমূত্র ফেললেও কুয়ার পানি অপবিত্র হবে না - আবু দাউদ ৬৭, 

৯ -. মাহরাম বানানোর উদ্দেশ্যে নারীর (সুলায়হা'র) প্রতি বয়স্ক গায়ের মাহরামকে (সলিম'কে) স্তন্যপান করানোর আদেশ (যা সুলায়হা পালন করেছিল) - মুসলিম ৩৪২১, ৩৪২২, ৩৪২৪, ৩৪২৫, ৩৪২৬, ৩৪২৭ & ৩৪২৮, ইবনে মাজাহ ৩য় খণ্ড হাদিস ১৯৪৩, ১৯৪৪, .

১০ -. নবী (সা) বলেছেন - নারী ও শিশুদের বিপদ হলেও রাতের অন্ধকারে শত্রুকে আক্রমণ কর, কারণ ওরা সবাই এক - বুখারী ৪র্থ খণ্ড হাদিস ২৫৬। এই হিংস্রতা নবীজি (সা)-এর মূল্যবোধের বিরুদ্ধে যায় - গাজওয়া যুদ্ধের মধ্যেই তিনি হুকুম দিয়েছেন নারী ও শিশুদের হত্যা করা যাবে না - বুখারী ৪র্থ খণ্ড হাদিস ২৫৭, ২৫৮, ইবনে মাজাহ ৪র্থ খণ্ড ২৮৪১, সীরাত পৃষ্ঠা ৪৮২ ও ৬৭৩। 

*************************

মানুষ যে নিজেদের কথা আল্লাহর নামে চালিয়ে দিয়েছে সেটা কোরআনেও আছে (ইমরান ৭৮), আলেমরাও বলেন। নবীজি (সা) নিজেও বলে গেছেন কিছু মুসলিম তাঁর দেয়া ইসলামকে বদলে দেবে –

বুখারী ৯ম খন্ড হাদিস ১৭৪ - রোজ হাশরে নবীজি (সা) তৃষ্ণার্তদেরকে আল কাওসারের পানি পান করানোর সময় একদল লোক আসবে যাদেরকে তিনি চেনেন এবং যারা তাঁকে চেনে। কিন্তু তাঁদের মধ্যে একটা বাধা রাখা হবে, তখন নবীজি (সা) বলবেন - "এরা তো আমার লোক"। তখন তাঁকে বলা হবে:- "'You do not know what changes and new things they did after you.' Then I will say, 'Far removed (from mercy), far removed (from mercy), those who changed (the religion) after me! " -  অর্থাৎ উদ্ধৃতি - "আপনি জানেন না আপনার পরে এরা কি কি বদলে দিয়েছে এবং কি কি নতুন যোগ করেছে"।  তখন আমি বলব- "দূর হয়ে যাও, আমার রহমত থেকে দূর হয়ে যাও যারা আমার পরে ধর্মকে বদলে দিয়েছো"।

কত দুঃখে, কত বেদনা ও ক্ষোভে তিনি একথা বলেছিলেন তা কি আমরা কল্পনাও করতে পারবো??

Print