কোটা আন্দোলন, মওলানার ক্ষোভ ও নবীজির কৌশল

কোটা আন্দোলন, মওলানার ক্ষোভ ও নবীজির কৌশল

হাসান মাহমুদ - ২৩শে সেপ্টেম্বর ২০২৪

ছাত্র জনতার প্রবল কোটা/গণ আন্দোলনে ৫ আগস্ট ২০২৪ হাসিনা সরকারের পতন হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেছেন। সম্প্রতি প্রকাশ পেল সেই আন্দোলনের সমন্বয়ক ছাত্রনেতাদের কেউ কেউ নাকি আসলে ছাত্রশিবিরের নেতা, কিন্তু তারা আন্দোলনের কৌশল হিসেবে সেই পরিচয় গোপন রেখেছিল। এটাই রাজনীতি। কিন্তু এতে জনৈক মাওলানা বেজায় ক্ষিপ্ত হয়ে তাদের কড়া সমালোচনা করে বলেছেন যে এরা একদিকে ইসলামী সংগঠন করে অন্যদিকে রসুলের সুন্নত লংঘন করেছে, নবীজি কখনো পরিচয় লুকিয়ে ইসলামী আন্দোলন করেননি।

মাওলানা ভুলে গেছেন যে যুদ্ধ ও শত্রু দমনের ক্ষেত্রে নবীজির বিভিন্ন কৌশল ছিল, এই ঘটনাগুলো সহি হাদিস এবং সিরাতে ধরা আছে।

(1) কাব বিন আশরাফ ইসলাম/মুসলিমের বিরুদ্ধে ছিল। নবীজি সাহাবী মাসলামাকে অনুমতি দিয়েছিলেন কাব বিন আশরাফের কাছে তাঁর নামে মিথ্যে বদনাম করে তার প্রিয় হতে এবং তারপর সুযোগমতো তাকে খুন করতে। মাসলাম সেটা করেছিল।

(2) হজরত হুজাইফা ইবনে ইয়ামান রা. খন্দকের যুদ্ধে গোয়েন্দা ছিলেন, তিনি মক্কার কাফেরদের ভিতরকার আলোচনা জেনে নিয়ে রাসুলকে (সা) পৌছিয়ে দিতেন - https://www.dhakapost.com/religion/252827

(3) নুয়াইম ইবনে মাসুদ (রা) নবীজির নির্দেশমত তাঁর ইসলাম গ্রহণের কথা গোপন রেখে নিজের অমুসলিম গোত্রের ভেতরে বাস করে নবীজিকে খবরাখবর পাঠাতেন - https://bn.wikipedia.org/wiki/%E0%A6%96%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7

রাজনীতিও একটা যুদ্ধ এবং নবীজি (সা) বলেছেন- "যুদ্ধ মানেই প্রতারণা":- সহি বুখারী ৪র্থ খণ্ড হাদিস ২৬৭, ২৬৮, ২৬৯ এবং সুনান আবু দাউদ হাদিস ২৬৩১ (https://sunnah.com/ থেকে):-  

WAR_IS_DECEIT_-_PROPHET.png

 

 

 

Print