কোরানের ২১৮টি আয়াত উধাও! - হাসান মাহমুদ
আমি অ্যাকাডেমিক প্রশ্ন তুলছি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছি, এ প্রশ্নের সন্তোষজনক জবাব আমি খুঁজে পাইনি:- (1) নাহল ১০১ ও বাকারা ১০৬ মোতাবেক নাসিক-মানসুখের তত্ত্বে আমাদের সুস্পষ্ট সূত্রে জানতে হবে ঠিক কোন আয়াত দ্বারা কোন আয়াত রহিত হয়েছে, (2) "আল্লাহর রহিত করেছেন" এটা যদি সুস্পষ্ট না জানা যায় সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন উঠবে এতগুলো আয়াত কে, কোথায়, কোন কারণে ও কোন অধিকারে রহিত করলেন, (3) এখানে আমরা আয়াত উধাও দেখতে পাচ্ছি - "রহিত হওয়া" আর "উধাও হওয়া" এক কথা নয়।
সূরা হিজর আয়াত ৯ :- "নিশ্চয় আমিই কুরআন নাযিল করেছি আর অবশ্যই আমি তার সংরক্ষক", সূরা কিয়ামাহ ১৭ - "নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে"।
******************************************
(১)“ইবনে উমর এই আয়াত পড়িত− ‘তাহাদের সুযোগ ছিল রোজা রাখা বা কোন দরিদ্রকে প্রতিদিন খাওয়ানো’ এবং বলিয়াছে এই আয়াতের আদেশ রহিত করা হয় –বুখারী ৩য় খণ্ড ১৭০ - https://sunnah.com/bukhari
(২) “বার্ মাউনাতে যাহারা নিহত হইয়াছিল তাহাদের উপর নাজেলকৃত আয়াতটি আমরা পড়িতাম কিন্তু পরে তাহা বাতিল করা হয়” -বুখারী ৪র্থ খণ্ড ৬৯ - https://sunnah.com/bukhari
(৩) নবীজীর সাথে একান্তে কথা বলতে হলে সদকা দেবার আয়াতও আল্লাহ রহিত করেন – মুহিউদ্দিন খানের অনুদিত বাংলা-কোরান পৃষ্ঠা ১৩৪৭।
(৪) ইবনে মাজাহ ৩য় খন্ড হাদিস ১৯৪৩, ১৯৪৪ - ব্যভিচারীকে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের ও বয়স্ক গায়রে মাহরাম পুরুষকে ১০ ঢোক স্তন্যপান করানোর নির্দেশের আয়াত ছাগলে খেয়ে ফেলেছে বলে আমাদের কোরানে নেই - https://sunnah.com/ibnmajah/1
(৫) ১৮ খণ্ডের তফসির ইবনে কাসীর - অনুবাদ ড. মুহাম্মদ মুজীবুর রহমান- রকমারিতে পাওয়া যায়, দাম - ২৭৪৮ টাকা। এর ১৫ম খণ্ড ৭৩৩ পৃষ্ঠা - উদ্ধৃতি:- "মুসনাদে আহমাদে বর্ণিত আছে যে হযরত উবাই ইবনে কা'ব (রা:) হযরত যির (রা:)-কে জিজ্ঞেস করেন: "সূরায়ে আহযাবের কতটি আয়াত গণনা করা হয়?" উত্তরে তিনি বলেন: "তেহাত্তরটি"। তখন উবাই ইবনে কা'ব (রা:) বলেন: "না না। আমি তো দেখেছি যে, এ সূরাটি প্রায় সূরায়ে বাকারা'র সমান ছিল। এই সূরার মধ্যেই নিম্নের আয়াতটিও আমরা পাঠ করতাম : ‘বুড়ো ও বুড়ি যদি ব্যভিচারে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদেরকে অবশ্যই প্রস্তরাঘাতে হত্যা করে ফেলো, এটা হল আল্লাহর পক্ষ হতে শাস্তি এবং আল্লাহ মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়’। এর দ্বারা জানা যায় যে এই সূরার কতগুলো আয়াত আল্লাহর নির্দেশক্রমে রহিত হয়ে গেছে। এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী" - উদ্ধৃতি শেষ।
(৬)একই তথ্য:- https://quran.com/bn/33:3/tafsirs/bn-tafseer-ibn-e-kaseer :-
**" আল্লাহর নির্দেশক্রমে রহিত হয়ে গেছে" - কোথায় সেই রহিত হবার আয়াত/দলিল? বাকারার আয়াত ২৮৬টি ও আহযাবের আয়াত ৭৩টি। অর্থাৎ আহযাবের ২১৩টি আয়াত স্রেফ উধাও। আয়াত রহিত হওয়া আর উধাও হওয়া এক কথা নয়।