জরিপ - ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সর্বোচ্চে গণতান্ত্রিক দেশগুলো কেন ? - হাসান মাহমুদ
আমরা কেয়ামত পর্যন্ত বিতর্ক করতে পারি, গোঁয়ার্তুমি করে বাস্তবকে অস্বীকার করতে পারি (এবং করি-ও), কিন্তু দিনশেষে গাছের পরিচয় তার ফলে-ই। এই যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এত চেষ্টা, এর উদ্দেশ্য ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, এইতো? আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ISLAMICITI INDICES (ইসলামীসিটি সূচক) সংগঠনের প্রতিষ্ঠাতা ড. হোসেইন আসকারি'র জরিপে এসেছে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক দেশগুলোই সর্বোচ্চে। প্রথম মুসলিম দেশ মালয়েশিয়া ৩৩ ও কুয়েত ৪৮। এমন একটি পরীক্ষিত প্রমাণিত পদ্ধতি আমরা কেন গ্রহণ করবো না? এর ওপরে সৌদি গেজেটে প্রকাশিত নিবন্ধ :- SAUDI GAZETTE - Ireland embodies the true Islamic spirit! - https://saudigazette.com.sa/article/88319
(অনুবাদটি সংক্ষেপিত, নিচে পুরো ইংরেজি নিবন্ধ আছে):-
এই জরিপে পরীক্ষা করা হয়েছে সামাজিক রীতিনীতি, দুর্নীতি, আমলাতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায় বিচার....এই তালিকায় অবশ্যই আয়ারল্যান্ড ও অন্যান্য ইউরোপিয়ান দেশগুলি অনেক অগ্রসর কারণ তারা রাজনীতি, ব্যবসা, আইন এবং সমাজের অন্যান্য অঙ্গনে ইসলামী মূল্যবোধ প্রয়োগ করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ প্রতিটি মুসলিমের দায়িত্ব আমাদের ভুলগুলি ও মূল্যবোধের অবক্ষয় নিয়ে কথা বলা; আমাদের সদাচরণ ও সততা-নির্ভর ইসলামিক আদর্শে ফিরে যাবার আহ্বান জানানো।
একটি ব্রিটিশ পত্রিকায় (দি টেলিগ্রাফ) হেডলাইন দেখলাম- "মূল্যবোধ প্রতিষ্ঠায় বিশ্বের সর্বোচ্চে আয়ারল্যান্ড এবং মুসলিম দেশগুলি পশ্চাৎপদ"। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির নেতৃস্থানীয় শিক্ষাবিদ ২০৮টি দেশের মধ্যে এই জরিপ করেছেন যাতে দেখা গেছে কোরআনের শিক্ষা মুসলিম বিশ্বের চেয়ে পশ্চিমা বিশ্বেই বেশি প্রতিষ্ঠিত। রাজনীতি, ব্যবসা, আইন এবং সমাজে তাদের নিজেদেরই ধর্ম বিশ্বাস প্রতিষ্ঠিত করতে মুসলিম বিশ্ব ব্যর্থ হয়েছে, এ বিষয়ে আয়ারল্যান্ড সর্বশ্রেষ্ঠ। সর্বোচ্চ ১০-এর মধ্যে আছে ডেনমার্ক, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড এবং ব্রিটেন। প্রথম মুসলিম দেশ মালয়েশিয়া ৩৩ ও কুয়েত ৪৮।
ইন্ডেক্স অফ ইকনোমিক ইসলামী সিটি'র এই জরিপটি অত্যন্ত বিজ্ঞানভিত্তিক। এরমধ্যে ধরা হয়েছে সামাজিক রীতিনীতি, দুর্নীতি, আমলাতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা, ন্যায়বিচার এবং অর্থনৈতিক সুযোগ। দুঃখের সাথে বলতে হয় এই মূল্যবোধের অনেকগুলি আমাদের চরিত্রে অনুপস্থিত।
"ইসলামিক কালচারাল সেন্টার অফ আয়ারল্যান্ড"-এর প্রবীণ সদস্য ড. আলী সালিম এতে মোটেই আশ্চর্য হননি যে কোরানিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আয়ারল্যান্ড বিশ্বের সর্বোচ্চ এবং রাজধানী ডাবলিন ইসলামিক অর্থনৈতিক বিনিয়োগে বিশ্বের বৃহত্তম শহরগুলির একটি। এটা দুর্ভাগ্যজনক যে এই তালিকায় মুসলিম বিশ্ব ব্যর্থ কারণ তারা কোরানের কথা বলে কিন্তু কোরান অনুসরণ করে না। আমাদের মনে রাখা উচিত ইসলাম শুধু নামাজ রোজা নয়, এর মধ্যে সদাচরণ, সংস্কৃতি ও সততাও আছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ওগুলি আমাদের মধ্যে প্রায় নেই-ই।
ইউরোপের যে কোন দেশের সরকারি অফিসে যান, আপনার সাথে চমৎকার ব্যবহার করা হবে। এই কর্মচারীরা অত্যন্ত মানবিক, সময়নিষ্ঠ, সৎ এবং আপনাকে সেবা দিতে আগ্রহী। এরাই সত্যিকারের ইসলামী মূল্যবোধ ধারণ করে। আমাদের মনে রাখা উচিত, প্র্যাকটিসিং মুসলিম মানে দাড়ি রাখা বা আলখাল্লা পরা নয়, এই নয় যে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করে জীবনে ও অন্যদের প্রতি ব্যবহারে ইসলামের মূল নীতি ও মূল্যবোধ পালনে অবহেলা করা। এটা দরদ, সুবিধাবঞ্চিতদের প্রতি সমবেদনা এবং তাদেরকে দারিদ্র্য থেকে তুলে আনা, এতে সততা স্বচ্ছতা ও ন্যায়বিচার থাকতে হবে, এগুলি আজকাল অনেকেই খেয়াল করেন না।
Main source- The Telegraph:- (নিবন্ধন না করলে টেলিগ্রাফ পুরো নিবন্ধ পড়তে দেয়না) https://www.telegraph.co.uk/news/worldnews/europe/ireland/10888707/Ireland-leads-the-world-in-Islamic-values-as-Muslim-states-lag.html#:~:text=The%20Koran's%20teachings%20are%20better,Washington%20University%20has%20said...
*****************************************
সৌদি গেজেটে প্রকাশিত পুরো নিবন্ধ:- https://saudigazette.com.sa/article/88319
Ireland embodies the true Islamic spirit! KHALED ALMAEENA June 21, 2014
In this week’s article, I continue to focus on our Muslim values and draw attention to the negative issues that are keeping Muslim societies behind. I strongly believe that it is the duty of every Muslim today to speak out against our shortcomings and to address the erosion of our values and call for a return to our Islamic ideology which focuses primarily on good behavior and honesty.
In a British newspaper last week, I saw the headline: “Ireland leads the world in Islamic values as Muslim states lag”. Reading further, I discovered that this was based on a study of 208 countries and territories by a leading academic at George Washington University. The study revealed that the teaching of the Qur’an is better represented in Western societies than in Islamic countries. The author concludes that Islamic countries have failed to embrace the values of their own faith in politics, business, law and society and Ireland was the country that best embodied the Islamic values of opportunity and justice. Denmark, Luxembourg, New Zealand, and Britain ranked among the top 10.The first Muslim-majority nation was Malaysia which was ranked at 33, while the only other in the top 50 was Kuwait at 48.
This study was very scientific and focused on the index of Economic Islamicity or how closely the policies and achievements of a country reflect Islamic economic teachings. We have to admit that the absence of these values has resulted in our economic backwardness. Among features taken into consideration were social rules, corruption, bureaucracy, human rights, freedom of expression, and justice. There was also a study of the economic opportunities offered where Ireland leads the group. Sadly, many of these values are nonexistent in our daily behavior.
Dr. Ali Salim a senior member of the Islamic Cultural Center of Ireland was not surprised at Ireland being named the best country for “adhering to the Qur’an”. He said that in the Qur’an, Muslims are commanded to work for prosperity, and Dublin is one of the biggest economic centers for Islamic investment.
When I discussed the report with a few friends, they all agreed that, unfortunately, Muslim countries do badly on these types of lists, because many Muslim societies do not follow the rules of the Qur’an; they talk about them, but do not practice them. We need to remind the faithful that Islam is not merely about prayers and fasting. It is much more than that; it is a way of life that focuses on the overall development and well-being of the human being. It is about manners, culture and honest dealings. It is very unfortunate that these occupy a very small part of our existence.
Go to any European country and step into a government office, be it an economic department, an immigration office or a court, and you will be well met and treated decently. I went to get a birth certificate for my daughter in London as she had lost the original one. I sat opposite a smiling employee with only one arm, who got up and checked the files and within minutes provided me with a new one. Humanity exists in such employees; they are punctual, honest and eager to serve. They embody the true Islamic spirit.
Muslims need to be reminded that being a good Muslim does not mean performing the rituals and neglecting to follow Islam’s pristine principles and values in their daily work and in their behavior toward others. To be a practicing Muslim does not mean having to wear a short “thobe” or to grow a beard! Islam is about compassion, empathy, feeling for the unprivileged and working to raise them out of poverty. It’s about honesty, transparency and justice. Many Muslims today overlook these salient features.
Indeed Ireland and other European countries are far ahead in the list because they apply Islamic values in politics, business, law and all areas of human conduct.
– The writer is Editor-at-Large. He can be reached at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. and followed on Twitter: //www.twitter.com/@KhaledAlmaeena">@KhaledAlmaeena