কোরআনের আয়াতকে বিকৃতভাবে উপস্থাপন, আনিসুল হককে লিগ্যাল নোটিশ
https://www.youtube.com/watch?v=qFpa8yFxXV8
আমি স্তম্ভিত ! - হাসান মাহমুদ
ইংরেজিতে বলে "ওয়ান অফ দোজ মোমেন্টস" - মুহূর্তের ভুল অর্থাৎ হঠাৎ কিভাবে যেন কিছু একটা করে ফেললাম যা সাধারণত: আমি করিনা। সেক্ষেত্রে আমরা কি করি? আমরা 'স্যরি' বলি - এইতো! আমি একটা সভ্য দেশে থাকি এবং কেউ 'স্যরি' বললে আমরা সেটা নিয়ে আর ঘাঁটাঘাঁটি করিনা - যদি না সেটা মারাত্মক কোন ক্রাইম হয়।
সভ্যতার অন্যতম প্রধান স্তম্ভ বাক-স্বাধীনতা। কিন্তু তা শর্তহীন নয়, সেই স্বাধীনতাকে প্রজ্ঞার সাথে প্রয়োগ করাই সভ্য নাগরিকের দায়িত্ব। আনিসুল হক-কে ক্ষমাপ্রার্থনার এবং বইটি বাজার থেকে তুলে নেবার সুযোগ দেবার জন্য নোটিশ প্রেরণকারীকে আমি প্রশংসা জানাই। আমি bvnews24.com থেকে কপি পেস্ট করছি - সার্চ - "কোরআনের আয়াতকে বিকৃতভাবে উপস্থাপন, আনিসুল হককে লিগ্যাল নোটিশ"। লিংকে শেষের -- ডিলিট করলে নিউজটা পাবেন।
https://www.bvnews24.com/court-law/news/164223--
বিভি নিউজে প্রকাশিত নিবন্ধ থেকে উদ্ধৃতি দিচ্ছি - কোরানের সূরা : আয়াত বনাম আনিসুল হকের “গদ্যকার্টুন” বইয়ের “ছহি রাজাকারনামা” অধ্যায়। এগুলো লিখতে রুচিতে বাধে কিন্তু দলিল হিসেবে সংরক্ষিত থাকা দরকার:- ।
- সূরা ফাতিহা : ২ – “সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহর” – বনাম – “সমস্ত প্রশংসা রাজাকারগণের”,
- সূরা ফাতিহা : ৫ – “আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই” – বনাম – “আর তোমরা রাজাকারের প্রশংসা করো, আর রাজাকারদের সাহায্য প্রার্থনা করো”,
- সূরা দুহা : ৪ – “নিঃসন্দেহে তোমাদের জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো” – বনাম – “নিশ্চয়ই রাজাকারগণের জন্য অতীতের চাইতে ভবিষ্যেতক উত্তম করিয়া সৃজন করা হইয়াছে”,
- সূরা নিসা : ৩ – “আর তোমরা ভয় কর যে, ইয়াতিম মেয়েদের হক যথাযথভাবে পূর্ণ করতে পারবে না; তবে সেসব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে বিয়ে করে নাও দুই, তিন বা চারটি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা কর যে, তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একজনকেই (বিবাহ কর), অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদের (বিবাহ কর)” - বনাম – “সেই ব্যক্তিই উত্তম রাজাকার, যে বিবাহ করিবে, একটি, দুইটি, তিনটি, চারটি, যেরূপ সে ইচ্ছে করে আর তাহার জন্য বৈধ করা হইয়াছে ডান হাতের অধিকারভুক্ত দাসীদের, আর তাহারা ভোগ করিতে পারিবে বাঙালি রমণীগণকে, অপিচ তাহাদের সহিত আদল করিবার দরকার হইবে না। স্মরণ রাখিও, মালেগণিমতগণের সহিত মিলিত হইবার পথে কোনোরূপ বাধা থাকিলো না”,
- সূরা মুরসালাত : ১৬ – “আমি কি আগের লোকদের (অবিশ্বাসী জালেম) ধ্বংস করিনি”? – বনাম – “গ্যালিলিও নামের এক পাপিষ্ঠ অতীতে সত্য অস্বীকার করিয়াছিল এবং সে কি প্রাপ্ত হয় নাই চরম শাস্তি”,
- সূরা নাবা : ৩১-৩৪ – “অপরদিকে পরহেজগার লোকদের জন্য রয়েছে চরম সাফল্য। (তা হচ্ছে) বাগবাগিচা, আঙ্গুর (ফলের সমারোহ), (আরো আছে) পূর্ণ যৌবনা সমবয়সী সুন্দরী তরুণী” – বনাম – “আর তাহাদের জন্য সুসংবাদ। তাহাদের জন্য অপেক্ষা করিতেছে রাষ্ট্রের শীর্ষপদ আর অনন্ত যৌবনা নারী আর অনন্ত যৌবন তরুণ। কে আছে, যে উত্তম সন্দেশ,……..’ (পরের অংশ এত নোংরা যে প্রকাশের অযোগ্য তাই বাদ দিচ্ছি - হাসান মাহমুদ)।'
হতে পারে ওটা তাঁর "ওয়ান অফ দোজ মোমেন্টস" - মুহূর্তের ভুল। সেক্ষেত্রে আশা করব তিনি 'স্যরি' বলবেন এবং বইটি বাজার থেকে উঠিয়ে নেবেন। এটাও আশা করব যে এ থেকে অন্যেরা শিক্ষা নেবেন, কেউ অন্য কারো ধর্ম নিয়ে বিন্দুমাত্র ব্যঙ্গ করবেন না।