ইসলামী রাষ্ট্র? আইন দেখান ! হাসান মাহমুদ - 17 Nov 2024
**- দেশ কিভাবে চলবে সে দাবির অধিকার সবার আছে। সেই সাথে আমাদেরও অধিকার আছে - আপনি কোন আইনে দেশ চালাতে চান সেই কেতাবের নাম বলুন, আইন দেখান। জাতিকে বলছি, আইন দেখানো না হলে প্রশ্ন তুলুন - আইন লুকোনো হচ্ছে কেন? আমরা তো কেতাবে এইসব আইন দেখছি যা দিয়ে দেশ চালানো অসম্ভবই শুধু নয় অনেক ক্ষেত্রে ইসলাম-বিরোধীও বটে:- শারিয়া আইনের উদাহরণ:- https://hasanmahmud.com/.../islam.../214-2023-03-24-00-05-10
**- কিং ফয়সল পুরস্কারপ্রাপ্ত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ড. ওয়ায়েল হাল্লাক "দৃঢ়ভাবে যুক্তি দিয়েছেন" যে আধুনিক রাষ্ট্রের যেকোনো স্বীকৃত মানদন্ডে "ইসলামী রাষ্ট্র" অসম্ভব ও নিজের সাথেই সাংঘর্ষিক চরিত্রের - "Wael B. Hallaq boldly argues that the "Islamic state," judged by any standard definition of what the modern state represents, is both impossible and inherently self-contradictory" - তিনি অবশ্য আধুনিক রাষ্ট্রেরও সমালোচনা করেছেন - কলম্বিয়া ইউনিভার্সিটি প্রেস - https://cup.columbia.edu/.../the-impossible.../9780231162562
**- বুদ্ধিমান মানুষ একাডেমিক ও কৌতুহলী হন, তিনি গোঁয়ার বা জেদি হন না। তিনি জানেন যতই মোহময় শব্দবাক্যের ধুম্রজাল সৃষ্টি করা হোক না কেন দিনশেষে গাছের পরিচয় প্রমাণিত হয় তার ফল দিয়েই। তিনি খুঁজে বের করেন - কেন ?: -
(১) কেন - "শারিয়া আইনে ভুল আছে" - বর্ষিয়ান আলেম কামাল উদ্দিন জাফরী:- https://www.youtube.com/watch?v=KQ6oKgWA2Mk&t=196s
(২ক) কেন "ইসলামী সিটি" সংগঠনের জরিপে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ২০৮টি দেশের টপ ৩২টিই পশ্চিমা দেশ? (২খ) কেন "ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট"- এর জরিপে আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তায় ১৪২টি দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র পাকিস্তান প্রায় সর্বনিম্নে ১৪০, অন্যান্য শারিয়া-দেশগুলোর স্থান কত নম্বরে এবং কেন শ্রেষ্ঠ দেশগুলো সবই গণতান্ত্রিক? "গণতন্ত্র বনাম ইসলামী রাষ্ট্র - ইসলামী সিটি ও ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট" - https://hasanmahmud.com/.../islam.../312-2024-10-31-14-17-29
(৩) কেন শারিয়া আইনের সংস্কার প্রায় অসম্ভব? - https://hasanmahmud.com/.../islam.../215-2023-03-27-01-42-40
(৪) কেন পৃথিবীর কিছু টপ ইসলামী স্কলার ও সংগঠন "ইসলামী রাষ্ট্র"-এর বিরোধিতা করেছেন, কেউ কেউ আইন সংস্কারের তাগিদ দিয়েছেন, (The Illusion of an Islamic State ও The Impossible State বই দুটো আমাজনে কিনতে পাওয়া যায়, আলেম-ওলামাদের দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বের বৃহত্তম ইসলামী সংগঠন "নাহদাতুল উলামা"র বর্তমান সদস্য প্রায় একশ' মিলিয়ন),
বুদ্ধিমান মানুষ একাডেমিক ও কৌতুহলী হন, তিনি গোঁয়ার বা জেদি হন না। তিনি জানেন, দিনশেষে গাছের পরিচয় প্রমাণিত হয় তার ফল দিয়েই !
(শারিয়া আইন সম্বন্ধে আমার ওয়েবসাইটে অনেক কিছু দেয়া থাকল, আমি না থাকলেও সেগুলো গবেষকদের কাজে লাগতে পারে - https://hasanmahmud.com/index.php ).