১৮০টি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা - বাংলাদেশের অবস্থান কোথায়?
https://en.wikipedia.org/wiki/Corruption_Perceptions_Index
২০২৪ সালের জানুয়ারিতে "করাপশন পারসেপশন ইন্ডেক্স" (CPI) জরিপ করে ১লা মে ২০২২ থেকে ৩০শে এপ্রিল ২০২৩ পর্যন্ত সময়ের মধ্যে বিশ্বে ১৮০টি দেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় তাত্ত্বিক দিক দিয়ে ১০০% দুর্নীতিহীন দেশকে "১০০" (অর্থাৎ ০% দুর্নীতিগ্রস্ত) এবং ০% দুর্নীতিহীন (অর্থাৎ ১০০% দুর্নীতিগ্রস্ত) দেশকে "০" ধরা হয়েছে। এই তালিকায়:-
**- বিশ্বের শ্রেষ্ঠতম দেশ ডেনমার্ক (৯০% দুর্নীতিহীন অর্থাৎ ১০% দুর্নীতিগ্রস্ত) এবং নিকৃষ্টতম দেশ সোমালিয়া (১১ % দুর্নীতিহীন অর্থাৎ ৮৯% দুর্নীতিগ্রস্ত),
**- আমাদের এলাকায় দুর্নীতিগ্রস্ত:- ভুটান ৩২%, ভারত ৬১%, নেপাল ৬৫%, শ্রীলংকা ৬৬%, পাকিস্তান ৭১% ও বাংলাদেশ ৭৬% ।
***********************************
দেশ স্কোর
1. ডেনমার্ক ৯০
2. ফিনল্যান্ড ৮৭
3. নিউজিল্যান্ড ৮৫
4. নরওয়ে ৮৪
5. সিঙ্গাপুর ৮৩
6. সুইডেন ৮২
7. সুইজারল্যান্ড ৮২
8. নেদারল্যান্ড ৭৯
9. জার্মানি ৭৮
10. লুক্সেমবার্গ ৭৮
11. আয়ারল্যান্ড ৭৭
12. ক্যানাডা ৭৬
13. এস্টোনিয়া ৭৬
14. অস্ট্রেলিয়া ৭৫
15. হংকং ৭৫
16. বেলজিয়াম ৭৩
17. জাপান ৭৩
18. উরুগুয়ে ৭৩
19. আইসল্যান্ড ৭২
20. অস্ট্রিয়া ৭১
21. ফ্রান্স ৭১
22. সিসিলি ৭১
23. গ্রেট ব্রিটেন ৭১
24. বার্বাডোস ৬৯
25. আমেরিকা ৬৯
26. ভুটান ৬৮
27. আমিরাত ৬৮
28. তাইওয়ান ৬৭
29. চিলি ৬৬
30. বাহামাস ৬৪
31. কেপ ভার্দে ৬৪
32. সাউথ কোরিয়া ৬৩
33. ইসরাইল ৬২
34. লিথুয়ানিয়া ৬১
35. পর্তুগাল ৬১
36. ল্যাটভিয়া ৬০
37. সেন্ট ভিনসেন্ট +
38. গ্রেনাডাইন ৬০
39. স্পেন ৬০
40. ব্রুনাই X
41. বোতসোয়ানা ৫৯
42. কাতার ৫৮
43. চেচনিয়া ৫৭
44. ডোমিনিকা ৫৬
45. ইটালি ৫৬
46. স্লোভেনিয়া ৫৬
47. কোস্টারিকা ৫৫
48. সেন্ট লুসিয়া ৫৫
49. পোল্যান্ড ৫৪
50. স্লোভাকিয়া ৫৪
51. সাইপ্রাস ৫৩
52. জর্জিয়া ৫৩
53. গ্রানাডা ৫৩
54. রুয়ান্ডা ৫৩
55. ফিজি ৫২
56. সৌদি আরব ৫২
57. মালটা ৫১
58. মারিশাস ৫১
59. ক্রোয়েশিয়া ৫০
60. মালয়েশিয়া ৫০
61. গ্রীস ৪৯
62. নামিবিয়া ৪৯
63. ভানুয়াতু ৪৮
64. আর্মেনিয়া ৪৭
65. কুয়েত ৪৬
66. জর্ডান ৪৬
67. মন্টেনিগ্রো ৪৬
68. রুমানিয়া ৪৬
69. বুলগেরিয়া ৪৫
70. সাওটমি+ প্রিন্সিপে ৪৫
71. জ্যামাইকা ৪৪
72. ঘানা ৪৩
73. বেনিন ৪৩
74. ওমান ৪৩
75. সিনেগাল ৪৩
76. সলোমন আইল্যান্ড ৪৩
77. তিমুর লেস্টি ৪৩
78. বাহরাইন ৪২
79. চীন ৪২
80. কিউবা ৪২
81. হাঙ্গেরি ৪২
82. মালদোভা ৪২
83. উত্তর মেসিডোনিয়া ৪২
84. ত্রিনিদাদ+ টোবাগো ৪২
85. বুরকিনা ফাসো ৪১
86. কসোভো ৪১
87. সাউথ আফ্রিকা ৪১
88. ভিয়েতনাম ৪১
89. কলম্বিয়া ৪০
90 . গায়ানা ৪০
91. আইভরি কোস্ট ৪০
92. সুরিনাম ৪০
93. তানজানিয়া ৪০
94. তিউনিসিয়া ৪০
95. কাজাখস্তান ৩৯
96. ভারত ৩৯
97. লেসোথো ৩৯
98. মালদ্বীপ ৩৯
99. মরক্কো ৩৮
100. আর্জেন্টিনা ৩৭
101. আলবানিয়া ৩৭
102. বেলারুশ ৩৭
103. ইথিওপিয়া ৩৭
104. গাম্বিয়া ৩৭
105. জাম্বিয়া ৩৭
106. আলজেরিয়া ৩৬
107. ব্রাজিল ৩৬
108. সার্বিয়া ৩৬
109. ইউক্রেইন ৩৬
110. বসনিয়া হার্জেগোভিনা ৩৫
111. ডোমিনিকান রিপাব - ৩৫
112. মিশর ৩৫
113. নেপাল ৩৫
114. পানামা ৩৫
115. সিয়েরা লিওন ৩৫
116. থাইল্যান্ড ৩৫
117. ইকুয়েডর ৩৪
118. ইন্দোনেশিয়া ৩৪
119. মালাবি ৩৪
120. ফিলিপাইনস ৩৪
121. শ্রীলংকা ৩৪
122. তুরস্ক ৩৪
113. অ্যাঙ্গোলা ৩৩
114. মঙ্গোলিয়া ৩৩
115. পেরু ৩৩
116. উজবেকিস্তান ৩৩
117. নিগার ৩২
118. আল সালভাদর ৩১
119. কেনিয়া ৩১
120. মেক্সিকো ৩১
121. টোগো ৩১
122. জিবুতি ৩০
123. ইসওয়াতিনি ৩০
124. মারিতানিয়া ৩০
125. বলিভিয়া ২৯
126. পাকিস্তান ২৯
127. পাপুয়া নিউগিনি ২৯
128. গ্যাবন ২৮
129. লাওস ২৮
130. মালি ২৮
131. প্যারাগুয়ে ২৮
132. ক্যামেরুন ২৭
133. গিনি ২৬
134. কিরগিজিস্তান ২৬
135. রাশিয়া ২৬
136. উগান্ডা ২৬
137. লাইবেরিয়া ২৫
138. মাদাগাস্কার ২৫
139. মোজাম্বিক ২৫
140. নাইজেরিয়া ২৫
141. বাংলাদেশ ২৪
142. সেন্ট্রাল আফ্রিকার রিপাবলিক ২৪
143. ইরান ২৪
144. লেবানন ২৪
145. জামবাউই ২৪
146. আজারবাইজান ২৩
147. গুয়াতেমালা ২৩
148. হন্ডুরাস ২৩
149. ইরাক ২৩
150. কম্বোডিয়া ২২
151. কঙ্গো ২২
152. গিনি বিসাউ ২২
153. ইরিত্রিয়া ২১
154. আফগানিস্তান ২০
155. বুরুন্ডি ২০
156. চাদ ২০
157. কোমোরস ২০
158. কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক ২০
159. মায়ানমার ২০
160. সুদান ২০
161. তাজিকিস্তান ২০
162. লিবিয়া ১৮
163. তুর্কমেনিস্তান ১৮
164. ইকুয়েটোরিয়াল গিনি ১৭
165. হাইতি ১৭
166. নিকারাগুয়া ১৭
167. নর্থ কোরিয়া ১৭
168. ইয়েমেন ১৬
169. ভেনিজুয়েলা ১৩
170. সাউথ সুদান ১৩
171. সিরিয়া ১৩
172. সোমালিয়া ১৩