• Home
  • Articles
  • Islamic :: Bangla
  • মুরতাদ-এর মহাপ্লাবনে উদ্বিগ্ন বিশ্ব-আলেমরা

মুরতাদ-এর মহাপ্লাবনে উদ্বিগ্ন বিশ্ব-আলেমরা

মুরতাদ-এর মহাপ্লাবনে উদ্বিগ্ন বিশ্ব-আলেমরা

এক নতুন বাস্তবতার সম্মুখীন বিশ্বমুসলিম - “প্রবল বেগে ধেয়ে আসছে  মুসলিমদের ইসলাম ছেড়ে দেবার সুনামি" - ড. বিলাল ফিলিপ ও অন্যান্য আলেমরা। 

ধর্মবিশ্বাস-অবিশ্বাসের সমীকরণটা খুবই ইন্টারেস্টিং। প্রায় ৫০ বছর আগে বিদেশে আসার পর থেকে আমি দেখেছি আসলেই ইসলাম "FASTEST GROWING RELIGION" অর্থাৎ বিশ্বাসীদের মধ্যে মুসলিমদের সংখ্যাই দ্রুততম গতিতে বাড়ছে। PEW রিসার্চ বলছে ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিম এবং খ্রিস্টানরা মোটামুটি সমান হয়ে যাবে। 

সাম্প্রতিক আরেকটা ইন্টারেস্টিং সমীকরণ - মুরতাদের সংখ্যা এত অবিশ্বাস্য বেড়ে যাচ্ছে যে বিশ্ব-আলেমরা অত্যন্ত  উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কিভাবে এটা ঠেকানো যায় তা নিয়ে আলোচনা চলছে , আলেমরা কি সিদ্ধান্ত দেন তার অপেক্ষায় আছি। এঁদের মধ্যে আছেন ড. জাকির নায়েক, ড. ইয়াসির কাধি, মুহাম্মদ হিজাব ইত্যাদি, ড. বিলাল ফিলিপের ভাষায় মুসলিম প্রজন্মের ইসলাম ছেড়ে দেবার "সুনামি" আসছে। দেশ-বিদেশের মিডিয়াগুলোতে যে বাস্তবতা ভেসে উঠছে তা এক কথায় অবিশ্বাস্য।  

এই সমীকরণের একটা কাট-অফ টাইমলাইন আছে। (ক) বিশ্বে মুরতাদের সংখ্যা বেড়ে যাবার তেমন কোন খবর ২০১৭ পর্যন্ত আমি পাইনি, (খ) ২০১৮ সালে আমেরিকায় ইসলাম গ্রহণ-বর্জন ছিল প্রায় সমান এবং (গ) ২০১৯ সাল থেকে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে ইসলাম ত্যাগ মহামারীর আকার ধারণ করে। আমার অভিজ্ঞতায় সবচেয়ে বেশি সংখ্যায় ইসলাম ছেড়েছে ইরানিরা, বিশেষ করে পশ্চিমা জগতে।

APRIL 6, 2017 - MUSLIMS ARE THE WORLD’S FASTEST-GROWING RELIGIOUS GROUP:- HTTPS://WWW.PEWRESEARCH.ORG/SHORT-READS/2017/04/06/WHY-MUSLIMS-ARE-THE-WORLDS-FASTEST-GROWING-RELIGIOUS-GROUP/

JANUARY 26, 2018 – “ISLAM GAINS ABOUT AS MANY CONVERTS AS IT LOSES IN U.S.” HTTPS://WWW.PEWRESEARCH.ORG/SHORT-READS/2018/01/26/THE-SHARE-OF-AMERICANS-WHO-LEAVE-ISLAM-IS-OFFSET-BY-THOSE-WHO-BECOME-MUSLIM/  

আসলে সেই ২০১৪ সালেই ড. কাধি, আমেরিকার মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্রমুখ এই ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিলেন:-
1. ওয়ার্নিং ২৯ আগস্ট ২০১৪- "আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব" উপাধিপ্রাপ্ত, আল-মাগরিব ইন্সটিটিউটের একাডেমিক অ্যাফেয়ার্সের প্রাক্তন ডীন, ইস্ট প্লেনো ইসলামিক সেন্টারের রেসিডেন্ট স্কলার এবং নর্থ আমেরিকা ফিকাহ কাউন্সিলের চেয়ারম্যান ড. ইয়াসির কাধি -মুসলিমরা কেন ইসলাম ছাড়ছে? –
https://www.youtube.com/watch?v=q-cR6QBptQQ

2. ওয়ার্নিং ২৯ আগস্ট ২০১৪ - MSA (মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ আমেরিকা)-র
কনফারেন্স- " মুসলিমরা কেন ইসলাম ছাড়ছে "? https://www.youtube.com/watch?v=PC-ToA21KLs     

    MSA.png                                                                    

3.  ২৫ জানুয়ারী ২০১৮:- ধেয়ে আসছে মুসলিমদের দলে দলে ইসলাম ত্যাগের ভয়াবহ সুনামী - ড. বিলাল ফিলিপ:- https://www.youtube.com/watch?v=l7pChq-3Qjs

4. ২৩ জুন ২০১৯ - আরবরা ক্রমবর্ধমান হারে বলছে তারা আর ধার্মিক নয়- বিবিসি https://www.bbc.com/news/world-middle-east-48703377

5.  ২৪ জুন ২০১৯ - ১০টি আরব দেশে নাস্তিক বেড়েছে – ইত্তেফাক- সার্চ :-"নাস্তিকের সংখ্যা বাড়ছে আরব দেশগুলোতে: জরিপ":-
https://www.ittefaq.com.bd/64847/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA  

6.  ২৫ জুন ২০১৯ - সার্চ - - “ধর্মে আগ্রহ কমছে আরবদের!”- প্রথম আলো:- https://www.prothomalo.com/world/asia/%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%86%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

7.  ১৩ জানুয়ারী ২০১৯ :- সার্চ - “তুরস্কে নাস্তিকতা বাড়ছে” - বাংলা ট্রিবিউন, ডয়েচেভেলে, যুগান্তর, মানবজমিন, জাগো নিউজ, কালের কণ্ঠ, এভিয়েশন নিউজ ইত্যাদি:-
https://www.google.com/search?client=firefox-b-d&q=%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87+%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE+%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87

8.  ৩১ ডিসেম্বর ২০২০ ড. জাকির নায়েক ও ড. ইয়াসির কাধি'র আলাপ – মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা বিশ্বে আসা মুসলিমদের ২৪%+ ইসলাম ছেড়ে দিচ্ছে:- - https://www.youtube.com/watch?v=-v8_gM9lLmA

9.  ১৬ অক্টোবর ২০২০ - আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর ড. আমনা নুসাইর বলেছেন মিশরে চল্লিশ লক্ষ মুসলিম ইসলাম ত্যাগ করেছে - https://www.youtube.com/watch?v=-4pHOvHdVTg

10. ১৮ ডিসেম্বর ২০২০ -বিখ্যাত ইসলামি তার্কিক মোহাম্মদ হিজাব বলেছেন ২৩% অর্থাৎ প্রায় প্রতি চারজনের একজন আমেরিকান মুসলিম মুরতাদ হয়ে যাচ্ছে:- HTTPS://WWW.YOUTUBE.COM/WATCH?V=R8VXDAAW14K 

11.  ০৪ মার্চ ২০২১ – সার্চ - “তুরস্কে নাস্তিকতা বাড়ছে ও ‘নাস্তিক’ সাতটি দেশের কথা :- https://www.youtube.com/watch?app=desktop&v=yWOPc3CVVCI
 
12.  ১৯ মে, ২০২২ - সার্চ - "আরববিশ্বে যেভাবে ধর্মবিমুখতা ছড়াচ্ছে" - কালের কণ্ঠ https://www.kalerkantho.com/print-edition/islamic-life/2022/05/19/1147464

13.  ২৫শে ডিসেম্বর ২০২৩ -ভারতের ইসলামী সংগঠন "এদারা-এ শারিয়া" ইসলাম ত্যাগ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে :- https://www.dailypioneer.com/2023/state-editions/edara-a--sharia-shows-concern-for-growing-trend-of-apostasy.html

এটা হবারই ছিল। সম্প্রতি ইন্টারনেটের অবাধ তথ্যপ্রবাহের প্রভাব, সেই সাথে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ ও ওয়াজ-মহফিলে যে হিংস্রতা আর উদ্ভট রূপকথা ঢুকে গেছে সেগুলো এখনকার প্রজন্ম মানবে না তা অবধারিত ছিল। আমি এর কারণগুলো বিশ্লেষণ করে আলাদা করে লিখব। তবে ধর্মত্যাগের দিক দিয়ে এখনো খ্রিস্টানরাই সর্বোচ্চে।   

**********************

**- বিশ্বে একমাত্র “মুরতাদ রাষ্ট্র” ৯১% মুসলিমের দেশ সুদান। সেদেশ সাংবিধানিকভাবে ৩০ বছর (১৯৯০ - ২০২০) "ইসলামী রাষ্ট্র" থাকার পর সংবিধানে সেটা বদল করে লেখা হয়েছে সেক্যুলার রাষ্ট্র। “মুরতাদ রাষ্ট্র”-কে শাস্তি দেবার কোন শারিয়া আইন নেই, 
**- বিশ্বে সাংবিধানিকভাবে একমাত্র “নাস্তিক” রাষ্ট্র ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ আলবানিয়া (১৯৬৭ – ১৯৯১), 
**- কমিউনিস্ট দেশগুলো ধর্মকে রাষ্ট্র পরিচালনায় অস্বীকার করলেও সমাজে বৈধতা দেয়। রাশিয়াতে অজস্র মসজিদ সহ নিবন্ধিত ইসলামী সংগঠন আট হাজারের বেশি।

Print