• Home
  • Articles
  • Islamic :: Bangla
  • ঢাকা মহানগর পুলিশ কমিশনার: সফল জঙ্গীবাদ উচ্ছেদ প্রকল্প ও আহলে হাদিস

হিংস্র মাওলানা - প্রকাশ্য জনসভায় ‘কতলের’ পক্ষে যুক্তি দিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর -

    May be an image of text

হিংস্র মাওলানা - প্রকাশ্য জনসভায় ‘কতলের’ পক্ষে যুক্তি দিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর -- https://bangla.bdnews24.com/politics/a41523f11b20

ছোট্ট অংক:-

(1) নেতারা জনতাকে নিয়ন্ত্রণ করতে চায়, (2) জনতাকে নিয়ন্ত্রণ করা যায় শান্তিবাণী এবং হিংস্রতা দিয়ে, (3) শান্তিবাণী দিয়ে জনতাকে নিয়ন্ত্রণ করতে প্রজ্ঞা লাগে, (4) প্রজ্ঞা যাদের নেই তারা শর্টকাট ধরে - অর্থাৎ হিংস্রতা দিয়ে জনগণকে নিয়ন্ত্রণ করতে চায়।

এটাই আবারো ঘটেছে দেশে।

জনগণের একাংশকে কিছু উগ্র রাজনীতিক ও উগ্র আলেম এতটাই হিংস্র করে তুলেছেন যে তুচ্ছ কারণে প্রতিদিন মানুষ মানুষকে পোকামাকড়ের মতো খুন করছে। অর্থাৎ হিংস্রতা নেতা থেকে জনতায় প্রাকৃতিক নিয়মেই সংক্রমিত হয়েছে। এখন যেখানে দরকার জনতাকে শান্ত করা সেখানে এই মওলানা জনতাকে বললেন- "এগুলারে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনো উপায় নাই"।

অর্থাৎ ওদেরকে খুন করতে হবে, ওদের স্ত্রীরা বিধবা হবে বাচ্চারা এতিম হবে!

সাব্বাস মাওলানা !!

এটাই বিশ্বব্যাপী ঘৃণিত "মব-জাস্টিস", এখান থেকেই জন্ম নেয় ফিৎনা যা কোরান-রসূল তীব্রভাবে নিষিদ্ধ করে গেছেন। অথচ এই হিংস্র মাওলানার বিরুদ্ধে বৃহত্তর আলেম সমাজের নীরবতা দুঃখজনক এবং উদ্বেগ জনক।

আগুন লাগানো সোজা নেভানো কঠিন। এই মাওলানা ভুলে গেছেন হিংস্রতা গুন্ডারা করে, আলেমদের ওটা শোভা পায় না। আজ তিনি শক্তিশালী তাই হিংস্রতা উস্কে দিচ্ছেন, কাল তাঁর চেয়ে শক্তিধর কেউ এসে তাঁর হাড়গোড় ভেঙে দেবে। মাওলানা ভুলে গেছেন কোন কারণেই জনতার হাতে আইন তুলে দেয়া যায় না, - তাঁর সমর্থকরা ওই হিংস্রতা শুরু করলে সেটা তিনি নিজেও থামাতে পারবেন না। হিংস্রতার এই ভয়ঙ্কর করাত চক্রে জাতির একটা অংশ অলরেডি আক্রান্ত। আলেমদের দায়িত্ব এই ভয়ঙ্কর অন্ধকূপ থেকে জাতিকে বের করে আনা - জাতিকে আরো হিংস্র করে তোলা নয়।

কথা আরো আছে। মাওলানাদের এই ধরনের হিংস্রতার পূর্ণ সুযোগ নেয় ভারতের এবং পশ্চিমের কিছু মিডিয়া। ভুলটা করে হিংস্র কিছু তথাকথিত আলেম আর বদনাম হয় ইসলামের।

 


Print