রমজানে হোটেল বন্ধ রাখার ইসলাম-বিরোধী আহ্বান?? (Facebook post - 02 March 2025)
https://www.facebook.com/photo?fbid=10170728289600593&set=a.155426800592
ধর্মে বাড়াবাড়ি করো না: সূরা নিসা ১৭১, মায়েদা ৭৭, বিদায় হজ্বের ভাষণে নবীজীর (সা) হুকুম !!
জামাত আমীরের এই "আহ্বান" মানবতা-বিরোধী, কোরান-রসুল বিরোধী, ইসলামী ঐতিহ্যেরও ঘোর বিরোধী। মুসলিম ইতিহাসে রমজানে রেস্তোঁরা বন্ধের কোনোই নজির নেই, এমন কোনো শারিয়া আইনও নেই।
মানুষ টের পায় না কখন সে ধর্মের নামে সীমা অতিক্রম করে নিষ্ঠুর হয়ে ওঠে। নেতার ভুলে জনজীবনে কেয়ামত নেমে আসতে পারে। হোটেল ব্যবসার সাথে কোটি লোকের রিজিক জড়িত, সেখানেই উনি নির্মমভাবে লাথি মেরেছেন। অমুসলিম নাগরিকদের অধিকারে উনি দানবের মতো লাথি মেরেছেন। বাইরে থেকে যাঁরা ঢাকায় মামলা, চিকিৎসা ইত্যাদি কারণে ঢাকা এসে পুরোনো ঢাকায় কয়েকদিনের সফরে ছোট আবাসিক হোটেলে থাকেন তাঁদের ইসলামী অধিকার তিনি লংঘন করেছেন - সূরা বাকারা ১৮৪।
অনেক মুসলিম (+অমুসলিম) অনেক কারণে কিছুদিনের জন্য হলেও রেস্টুরেন্টের ওপরে ১০০% নির্ভরশীল, তাঁদের পেটেও তিনি নির্লজ্জের মতো লাথি মেরেছেন। আল্লাহ আমাদের জীবন সহজ করতে চান (বাকারা ১৮৫, মায়িদা ৬, হজ্ব ৭৮) আর তিনি জীবন কঠিন করছেন।
এটা দলিল হয়ে রইল, ক্ষমতায় এলে তাঁরা এই আইন প্রয়োগ করবেন। হয় তিনি বক্তব্য ফিরিয়ে নেবেন, নতুবা সাবধান বাংলাদেশ! ""যথারীতি আগামী নির্বাচনে ফলাফল পাবেন।"" - YES !
******************************************
Zakir Talukdar's post:-
বাংলাদেশে ১২ কোটি ভোটার। তাদের মধ্যে নিঃসন্দেহে ১১ কোটি মুসলিম ভোটার। অথচ সবগুলো ইসলামি নাম নিয়ে রাজনীতি করা দলগুলো সবাই মিলে ১২ লক্ষ ভোট পায় না। কারণ কী?
বাংলাদেশের মুসলিমরা যান্ত্রিক ইসলাম পছন্দ করে না। অথচ দলগুলো মানবিক ইসলামের চর্চা করে না। করে যান্ত্রিক ইসলামের চর্চা।
রোজ ৩৫ লক্ষ মানুষকে ঢাকায় আসতে হয় বিভিন্ন কাজে। ভিন্ন ধর্ম ছাড়াও অনেক মুসলিম ইসলাম-অনুমোদিত কারণেই রোজা রাখতে পারেন না। অথচ রমজানের পবিত্রতার নামে সারাদেশে হোটেল-রেস্তোরা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামি। তার অর্থ খাদ্য এবং পানির গ্রহণের অভাবে কষ্ট পাবেন এই মানুষরা।
আহ্বান হলেও এখনকার পরিস্থিতিতে এটি আদেশ। সরকার হস্তক্ষেপ না করলেও মব পাঠিয়ে হোটেল ভাংচুর করার আশঙ্কা ষোলো আনা।
যথারীতি আগামী নির্বাচনে ফলাফল পাবেন।