• Home
  • Articles
  • Islamic :: Bangla
  • ‘নারী - সিদ্ধান্তে সমান অংশীদার !’ বাংলাদেশী কনে’কে ‘ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেস’-এর সংবর্ধনা

‘নারী - সিদ্ধান্তে সমান অংশীদার !’ বাংলাদেশী কনে’কে ‘ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেস’-এর সংবর্ধনা

‘নারী - সিদ্ধান্তে সমান অংশীদার !’ বাংলাদেশী কনে’কেওয়ার্ল্ড মুসলিম কংগ্রেস’-এর সংবর্ধনাNIPA_-_WMC.jpg

ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেসের উদ্যোগে ও প্রযোজনায় খুলনার ‘‘মায়ের আঁচল’’ সংগঠন যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ফারজানা ইয়াসমিন নিপা ও তার বাবা-মায়ের সম্মানে অনুষ্ঠান করে।                                                   NEWS.jpg

বরগুণায় ২০১১ সালের ১১ মাসের (নভেম্বর) ১১ তারিখে বেলা ১১টা ১১ মিনিটে ফারজানা নিপা ও শিক্ষক শওকত হিরণের বিয়ে পড়ানোর পরে পরেই হিরণের ফুফু (শিক্ষক) তহমিনা যৌতুক হিসেবে ফ্রিজ, টিভি ও মটর সাইকেল দাবী করে। নিপা হিরণকে জিজ্ঞেস করলে সে যৌতুক নেবার পক্ষে মত দেয়। নিপা তখনি জনসমক্ষে দৃপ্তকন্ঠে হিরণকে তালাক দেবার ঘোষণা করে। এতে বরপক্ষ স্তম্ভিত হয়ে পড়ে এবং মিটমাটের চেষ্টা করে ব্যর্থ হয়।

এ খবর ছড়িয়ে পড়লে হিরণ ও তহমিনাকে বরখাস্ত করা হয়, জাতি নিপা ও তার বাবা-মাকে অকুন্ঠ সমর্থন জানায়। সারা পৃথিবীতেও এটা ছড়িয়ে পড়ে এবং বিবিসি “Bangladesh bride disowns her 'dowry demanding' husband” নামে তা প্রচার করে:-https://www.bbc.co.uk/news/world-asia-15739640

আনন্দ মুখরিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন "মায়ের আঁচল"-এর প্রেসিডেন্ট রাশিদা করিম। বক্তব্য রাখেন প্রধান অতিথি খুলনার মেয়র আব্দুল খালেক ও গন্যমান্য শিক্ষাবিদ, আইনজীবি, মানবাধিকার ও নারী-অধিকার কর্মীরা। ফারজানা নিপা যৌতুকের বিরুদ্ধে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানান। যৌতুকের বর্বরতার ওপরে স্বরচিত গান পরিবেশন করেন খুলনা বেতারের গায়ক জনাব করিম। সবশেষে নিপা ও তার বাবা-মাকে ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেসের পক্ষ থেকে ফুলের তোড়া ও পদক উপহার দেয়া হয়। সবার মন কেড়েছে মঞ্চে বিশাল ব্যানারে সুদৃঢ় ঘোষণা:- "নারী - সিদ্ধান্তে সমান অংশীদার !"

সমস্ত আয়োজনের সমন্বয়ক ছিলেন ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেসের উপদেষ্টা বোর্ডের সদস্য ক্যানাডা প্রবাসী হাসান মাহমুদ।

**********************

&& - সক্রিয় জীবনে আমি অনেক সংগঠনের সাথে জড়িত ছিলাম, ক'বছর আগে অবসর নিয়েছি। দেশ আজ তীব্র নারীবিরোধী হিংস্র ধর্মান্ধদের কবলে পড়েছে, এখন নিপার মত দৃপ্ত লড়াকু মেয়েই আমাদের ঘরে ঘরে দরকার। এখন থেকে আমাদের শ্লোগান হোক:-

"নারী : জীবন-সিদ্ধান্তে সমান অংশীদার"

"নারী : জীবন-সিদ্ধান্তে সমান অধিকার" !!

 


Print