• Home
  • Articles
  • Islamic :: Bangla
  • ধর্ষণ হালাল? মউদুদী থেকে জাকির নায়েক + কোরান যেভাবে দাসপ্রথা উচ্ছেদ করেছে:-

ধর্ষণ হালাল? মউদুদী থেকে জাকির নায়েক + কোরান যেভাবে দাসপ্রথা উচ্ছেদ করেছে:-

Hasan Mahmud

FB POST - Hasan Mahmud  July 14, 2019

মউদুদী’র তাফহিমুল কুরান থেকে সুরা নিসা ২৪-এর ব্যাখ্যার সারসংক্ষেপ ("মালিকানা স্থানান্তর" অর্থাৎ দাসীকে বিক্রি করা বা কাউকে উপহার দেয়া যাবে):-

"যেসব মেয়ে যুদ্ধবন্দিনী হয়ে এসেছে এবং তাদের স্বামীরা দারুল হার্বে (ইসলাম বিরোধী ও ইসলামের শত্রুদের শাসিত দেশ) রয়ে গেছে তারা হারাম নয়। কারণ দারুল হার্ব থেকে দারুল ইসলামে আসার পর তাদের বিয়ে ভেঙে গেছে। …….এই মেয়েদেরকে সরকারের হাতে সোপর্দ করে দেয়া হবে। সরকার চাইলে…….তাদেরকে সৈন্যদের মধ্যে বণ্টন করে দিতেও পারে…..একজন সৈনিক কেবলমাত্র সরকারের পক্ষ থেকে তাকে যে যুদ্ধ বন্দিনীটি দেয়া হয় তার সাথেই সঙ্গম করতে পারে……তাদের ধর্ম যাই হোক না কেন……..শরীয়াত দাসীদের ব্যাপারে তেমন কোন সংখ্যা নির্ধারণ করে দেয়নি। …….. মালিকানার অন্যান্য অধিকারের ন্যায় এটিও স্থানান্তর যোগ্য……..যে ব্যক্তি বিয়ের মধ্যে কোনো প্রকার অন্যায় ও অপ্রীতির ব্যাপার দেখে না, তার ক্রীতদাসীর সাথে সঙ্গম করার মধ্যে কোন অন্যায় ও অপ্রীতিকর বিষয় অনুভব করার পেছনে কোন ন্যায়সঙ্গত কারণ নেই" - https://www.banglatafheem.com/?fbclid=IwY2xjawJKM1hleHRuA2FlbQIxMAABHTGeKitYN2ETqwuoi8fUifpsremaXDvIPWquMFjMoapetv_F6ooCc7_keA_aem_nYzrDtEsO41wJOqZYo5F1w


এখন তাহলে ইরাক আফগানিস্তানে আমেরিকান বৃটিশ সৈন্যেরা "শরীয়ত" পালন করে মুসলিম নারীদের হালাল ধর্ষণ করুক!

এ প্রশ্নের সামনে পড়ে ড: জাকির নায়েকেরও পা টলমল করে উঠেছে, পানি ঘোলা করে পিছলিয়ে যাবার হাস্যকর চেষ্টা করেছেন তিনি। এই তুঙ্গ বিশ্ব-নায়কের সর্বশ্রেষ্ঠ যুক্তি হলো তাঁর “ইসলামী” বন্দিনী-ধর্ষণ আইন নাকি গুয়ান্তেমালা বে'র কারাগারের চেয়ে অনেক ভালো !! হাস্যকর চেষ্টা :- https://www.youtube.com/watch?v=oW8Vxl1v0ko

বহু হাদিসের সমর্থনে শারিয়া আইনেও আছে "বন্দিনীদের পূর্বের বিবাহ বাতিল হইয়া যাইবে" - শাফি আইন উমদাত আল সালিক o.৯.১৩।  ওরা ওদের ধর্মমতে বিয়ে করেছে, সেই বিয়ে বাতিল করার তুমি কে? 

কোরান যেভাবে দাসপ্রথার উচ্ছেদ করেছে:-

1. সজল রোশনের সাথে আমার অনুষ্ঠান:-
You Tube:- https://www.youtube.com/watch?v=i9y_a40OC3Y

2.'শারিয়া কি বলে আমরা কি করি" বইয়ের 'ইসলামের নামে ইসলাম লঙ্ঘনের পদ্ধতি' অধ্যায়ে দেখুন কোরান কিভাবে দাসপ্রথা উচ্ছেদ করেছে - ফ্রী ডাউনলোড:- https://hasanmahmud.com/index.php/books/sharia-ki-bole


Print