• Home
  • Articles
  • Islamic :: Bangla
  • সহি বুখারী ৫ম খন্ড হাদিস ৩০০ - দাঁড়ি আবু জাহেলেরও ছিল

সহি বুখারী ৫ম খন্ড হাদিস ৩০০ - দাঁড়ি আবু জাহেলেরও ছিল

সহি বুখারী ৫ম খন্ড হাদিস ৩০০ - দাঁড়ি আবু জাহেলেরও ছিল - হাসান মাহমুদ 

খবর ২৫ আগস্ট ২০২৫ :- ""হবিগঞ্জে অনুমতি ছাড়া দাঁড়ি় রাখায় ৩ পুলিশের শাস্তি, পরে দাড়ি রাখার অনুমতি। ঘটনাটি এক আদেশের মাধ্যমে ভাইরাল হয় যেখানে ইসলামী শরিয়ত মোতাবেক দাঁড়ি় রাখতে ইচ্ছুক পুলিশরা আবেদন করেছিলেন""।  শরীয়ত মোতাবেক দাঁড়ি় রাখা ?

1. বুখারী ৫ম খন্ড হাদিস ৩০০ - দাঁড়ি তো আবু জাহেলেরও ছিল !! হাদিসের বিভিন্ন অনুবাদে নম্বরের ভিন্নতা থাকে - এটা মদিনা বিশ্ববিদ্যালয়ের ডঃ মহসিন খানের অনুবাদ, সত্যায়ন করেছেন মক্কার ইসলামিক স্টাডিজ এবং শারিয়া কলেজের শারিয়া ডিপার্টমেন্টের হেড এবং উপদেষ্টা ড. মিশরী - free download:- https://archive.org/details/TheTranslationOfTheMeaningsOfSahihAl-Bukhari-Arabic-English9Volumes/Sahih%20Al-Bukhari-Arabic_English_Volume-1-Ahadith-0001-875/    beard.jpg

2. সহি বুখারী Vol 5 - অনুবাদ মদিনা বিশ্ববিদ্যালয়ের ডঃ মুহসিন খান (open the link and search for 'beard' )-

 https://archive.org/stream/TheTranslationOfTheMeaningsOfSahihAl-Bukhari-Arabic-English9Volumes/Sahih%20Al-Bukhari-Arabic_English_Volume-5-Ahadith-3649-4473_djvu.txt   :-     JAHL.jpg

 

ইসলামের নামে অনেক কিছু প্রতিষ্ঠিত করা হয়েছে এটা তার একটা প্রমাণ। নবীর (সা) সুন্নত সেটাই যা ইসলামী ধর্মতত্ত্বের সাথে যুক্ত, বাকি সবকিছু তাঁর ব্যক্তিগত পছন্দ অপছন্দ।

BEARD.jpg


Print