• Home
  • Articles
  • Islamic :: Bangla
  • ক্রিমিন্যালস অফ ইসলাম - (ইসলামের অপরাধীরা) - ড. শাব্বির আহমেদ

তুমি কি ভেবেছ?

জাতি অনেক কষ্ট পেয়েছিল, লক্ষ রক্তস্রোত ও রমণীর সম্ভ্রম বড় অপমানিত হয়েছিল যখন ২০০১ সালে বিএনপি'র ঘাড়ে সওয়ার হয়ে জাতির শত্রু মানবতার শত্রু জামাত ক্ষমতায় এসে মন্ত্রী হয়ে জাতীয় পতাকা ওড়ানো গাড়ীতে চড়েছিল। সেই বেদনার দিনে আজকের সাকা-কাদের মোল্লার ফাঁসীর রায়ের এদিন কল্পনা করাও কঠিন ছিল, কিন্তু প্রকৃতির ওপরে ভরসা রেথে এক অসম্ভব স্বপ্ন আমি দেখেছিলাম:-

 

তুমি কি ভেবেছ?

তুমি কি ভেবেছ এভাবেই দিন যাবে? এ সুখস্বপ্ন কখনো হবে না বাসী?
এভাবেই তুমি বাংলাদেশকে খাবে - চিরকাল র'বে তোমার কুটিল হাসি?
তুমি কি ভেবেছ হাজার বধ্যভুমী - বিক্রী করবে ছল চাতুরীর দামে?
ঠোঁটে রক্তের দাগ মুছে ফেলে তুমি - পার পেয়ে যাবে শুধু ধর্মের নামে?

প্রকৃতির কিছু বিধান রয়েছে বাকী, - অন্ধ সে বিধি কাউকে ছাড় দেবে না,
কেউই পারেনি সেইখানে দিতে ফাঁকি, - সুদে ও আসলে গুনতে হয়েছে দেনা।
পাশার এ ছক উল্টে যখন যাবে, - বিচারের লাঠি করবে তোমাকে তাড়া,
আবার তোমার সামনে এসে দাঁড়াবে, - বাংলার লাখো দামাল লক্ষ্মীছাড়া।

জাতি আর কোনো চাতুরীতে ভুলবেনা - যত হও তুমি সুদক্ষ অভিনেতা,
একাত্তরকে ধর্মে যাবে না কেনা - যতই ধূর্ত হোক ক্রেতা বিক্রেতা !!

Print