• Home
  • Articles
  • Islamic :: Bangla
  • শারিয়া আইন - তওবা করলে একাত্তরের ক্রিমিন্যালদের কোন শাস্তি হবেনা - হাসান মাহমুদ

শারিয়া আইন - তওবা করলে একাত্তরের ক্রিমিন্যালদের কোন শাস্তি হবেনা - হাসান মাহমুদ

 

এতগুলো বছর কেটেছে জামাত কখনই একাত্তরের ভয়াবহ অপরাধের জন্য সুস্পষ্ট ভাষায় জাতির কাছে, আল্লাহ-রসুলের কাছে আর নিপীড়িতদের কাছে ক্ষমা তো চায়ইনি বরং সগর্বে বলেছে - ‘‘একাত্তরে আমরা ভুল করিনি’’।   ""কিন্তু-যদি" লাগিয়ে মিনমিন করে যা বলেছে সেটা আল্লাহ-রসূলের প্রতি, জাতির প্রতি ও লক্ষ আহত-নিহত ও ধর্ষিতাদের প্রতি তামাশা ছাড়া আর কিছুই নয়।পূর্বসূরিদের ক্রাইমের জন্য কিভাবে ক্ষমা চাইতে হয় তার উদাহরণ কানাডা ও অস্ট্রেলিয়া। সুদূর অতীতে আদিবাসীদের উপরে সরকারের অত্যাচারের জন্য ১১ই জুন ২০০৮ সালে ক্যানাডার প্রধানমন্ত্রী মি: হারপার সংসদে "ক্ষমা প্রস্তাব" এনে "মাননীয় স্পিকার" বলে শুরু করে "অ্যাপোলজি" অর্থাৎ "ক্ষমা" শব্দটা ব্যবহার করে সেই প্রস্তাব পাশ করেন। সবকিছু সংসদীয় নথিতে দলিলবদ্ধ আছে। শুধু তাই নয়, কানাডার বর্তমান গভর্নরও আদিবাসী নারী হার এক্সিলেন্সি মেরী সাইমন। জামাত করবে সেরকম কিছু ?

একাত্তরে জামাত অবশ্যই ভুল করেছে। মহাভুল করেছে, ঘোর অপরাধ করেছে। উল্লাসের সাথে, অবর্ণনীয়, ভয়াবহ হিংস্রতার সাথে লক্ষ নিরপরাধ এবং লক্ষ নারীর সম্ভ্রমকে নাপাক দানবের পায়ে অর্ঘ্য দিয়েছে।তাদের জানা উচিত বাংলাদেশের পঙ্কিল রাজনীতির কারণে এতদিন পার পেয়ে গেলেও বিশ্বের ইউনিভার্সিটিগুলোতে অন্যান্য গণহত্যার সাথে বাংলাদেশে একাত্তরের গণধর্ষণ-গণহত্যার ইতিহাসও পড়ানো হয়, চিরকাল পড়ানো হবে। সেখানে বাংলাদেশ জামাতের পূর্বসূরী পাকিস্তান জামাতে ইসলামীর নাম জ্বলজ্বল করছে হিংস্র ক্রিমিন্যাল হিসাবে।
Bangladesh: The Forgotten Genocide - Alabama university
The 1971 Bangladesh Genocide and a Call for ...University College London
ইত্যাদি। 

ধর্মীয় উন্মাদনা কতখানি উদগ্র হলে মানুষ একাত্তরের মতো হিংস্রতা করতে পারে? কিছু মানুষ চিরকালই হিংস্র কসাই থাকবে কিন্তু তারা এটা করেছে ইসলামের নামে। জাতির জানা দরকার একাত্তরে হিংস্রতার কি শাস্তি আছে শারিয়া আইনে।

(1) ‘‘হিরাবা’র অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধের ক্ষেত্রে অপরাধী তওবা করিলেও শাস্তি হইতে রেহাই পাইবে না -

(2) হিরাবার অপরাধের শাস্তি ব্যতীত তওবা অন্য কোন শাস্তি বাতিল করে না’’ - শরিয়া আইন নং ১৩, বিধিবদ্ধ ইসলামি আইন ১ম খণ্ড পৃষ্ঠা ২১৮ ও ২২২।     

                              HIR.jpg

সুষ্পষ্ট আইন। একাত্তরের ক্রিমিন্যালেরা হিরাবা’র অপরাধী শারিয়া কোর্টে ওরা তওবা করলে ‘‘শাস্তি হইতে রেহাই পাইবে’’। হিরাবা কি? উদ্ধৃতি দিচ্ছি ওই কেতাব থেকেঃ- ‘‘হিরাবাহ্ বলিতে সংঘবদ্ধ শক্তির জোরে আক্রমণ চালাইয়া আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাইয়া জননিরাপত্তা বিঘ্নিত করা বোঝায়। সম্পদ লুন্ঠন, শ্লীলতাহানী, হত্যা ও রক্তপাত ইহাত অন্তর্ভুক্ত’’।

ইসলামেরই নামে এই ভয়ংকর বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তিন খণ্ডের বিধিবদ্ধ ইসলামি আইন ছয়জন প্রাজ্ঞ আলেমের কমিটির লেখা যার মধ্যে ছিলেন তাদেরই সম্মানিত আলেম শাহ আবদুল হান্নান। ওটা প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন। একটা গণতান্ত্রিক দেশের সরকারী প্রতিষ্ঠান কিভাবে এ ধরণের বই প্রকাশ করেছে সে দড়িতেও একদিন টান পড়বে।

 

জাতি আর কোন চাতুরীতে ভুলবে না - যত হও তুমি সুদক্ষ অভিনেতা,
একাত্তরকে ধর্মে যাবে না কেনা - যতই ধুর্ত হোক ক্রেতা-বিক্রেতা !!

১৬ই ডিসেম্বর ৩৯ মুক্তিসন (২০০৯)

***********************************

RELATED:- 

1. যুদ্ধ চলাকালেই পাক-সেনাদের হাতে নিহত দুই ছেলের ধর্ষিতা বীরাঙ্গনা মায়ের সামনে এক মুক্তিযোদ্ধা নিজহাতে তার বাবা পিস কমিটির চেয়ারম্যানের মৃত্যুদণ্ড কার্যকর করল (চট্টগ্রামের ছাগলনাইয়াতে ) - 

https://www.facebook.com/photo?fbid=10172917962855593&set=a.155426800592 

2. একদিনে ১৩০০ মানুষ হত্যা করে পাকিস্তানি সেনারা’ - " থানাপাড়ায় ওই একদিনে আনুমানিক ১ হাজার ৩০০ মানুষ শহীদ হয়েছেন। গোটা গ্রামে এমন কোনো পরিবার খুঁজে পাবেন না, যে পরিবারের কেউ শহীদ হয়নি। অথচ বড়ই পরিতাপের বিষয়, রাষ্ট্রীয়ভাবে আজও তাদের পূর্ণাঙ্গ কোনো তালিকা তৈরি হয়নি:- https://bangla.bdnews24.com/kidz/afa707a83722 
 

 


Print