আন্তর্জাতিক চলচিত্র উৎসবে হাসান মাহমুদের চলচিত্র

অ্যামেরিকার ক্যালিফোর্নিয়া ষ্টেটের লস অ্যান্‌জেলেস শহরে ঐতিহ্যবাহী লস অ্যান্‌জেলেস ফিল্মস্কুল, হলিউড-এর সুবিশাল অত্যাধুনিক মিলনায়তনে তিনদিন ধরে অনুষ্ঠিত হয়ে গেল ‘‘উইমেন’স ভয়েসেস নাও’’ সংগঠনের স্বল্পদৈর্ঘ্য চলচিত্র উrসব, ২০১১ সালের মার্চ ১৭- ১৯তারিখে। চতুর্দিকে সাজসাজ রবের মধ্যে নারী-অধিকারের ওপরে বিশ্বের বহুদেশের বিশেষ করে নারীদের লিখিত ও নির্মিত অনেক স্বল্পদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শন করা হয়েছে। এতে বাংলাদেশ থেকে ভারতে নারী-পাচারের ওপরে পশ্চিম বাংলার অনন্যা চক্রবর্তী নির্মিত ‘‘দি জার্নি’’, বাংলাদেশে বস্ত্র-বালিকাদের সংগ্রাম ও নির্যাতনের ওপরে বিজয়েতা দাস নির্মিত ‘‘ব্র্যাণ্ডেড গার্লস্‌’’ এবং ইসলামের নামে নারীর ওপরে ফতোয়াবাজও শারিয়াবাজদের হিল্লা বিয়ের নির্মম ও নির্লজ্জ অত্যাচারের ওপরে টরন্টো প্রবাসী হাসান মাহমুদের লেখা তথ্যচিত্র ‘‘হিল্লা’’ দেখানোহয়। ‘‘হিল্লা’’-র প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ ও ইলোরা গহর। এর পরিচালক রাকিবুল হাসানকে অমন্ত্রণ জানানো সত্বেও তিনি ঢাকা থেকে ভিসা’র জটিলতায় আসতে পারেন নি, তবে উদ্যোক্তারা তাঁকে পরের অনুষ্ঠানে আনবার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।


অনুষ্ঠানে টরন্টো থেকে আমন্ত্রিত বক্তা হিসেবে দুদিন বক্তব্য রাখেন ‘‘হিল্লা’’-র রচয়িতা ও মুসলিম ক্যানাডিয়ান কংগ্রেস-এর প্রাক্তন প্রেসিডেন্ট ও ডিরেক্টর অফ শারিয়া ল’ হাসান মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন নারীকে নিয়ন্ত্রণে রাখার জন্য পুরুষতন্ত্র চিরকাল কি ধুর্ততা ও সফলতার সাথে সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, পোষাক, খাদ্য, রাষ্ট্র, আইন ও ধর্মকে কাজে লাগিয়েছে। ‘‘হিল্লা’’ তথ্যচিত্র ও তাঁর বক্তব্য বিপুলভাবে সমাদৃত হয় এবং বক্তব্যের পরে বিভিন্ন সংগঠন তাঁর কয়েকটি সাক্ষাrকার ভিডিয়ো-ধারণ করে। উপস্থিত অনেকেই ইসলামের নামে শারিয়া আইন দ্বারা নারী-নির্যাতনের ওপরে তাঁর নির্মাণাধীন পরবর্তী দু’টি তথ্যচিত্র রাকিবুল হাসান পরিচালিত ‘‘ডিভাইন ষ্টোন’’ (ইংরেজীতে সাব-টাইটেলসহ বাংলায় নির্মিত, পরে এর আরবী সাব-টাইটেল হয়েছে) এবং কাজী পিয়াল ও লেখক পরিচালিত ‘‘The Sharia Conundrum’’ (এটা ক্যানাডায় নির্মিত হয়েছে ইংরেজীতে) সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন। বিভিন্ন সংগঠন ওগুলো প্রচার করবে বলে জানিয়েছে।                    

Print