• Home
  • Articles
  • Literature :: Bangla
  • একাত্তরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে "জয় পাকিস্তান" ?? - হাসান মাহমুদ

একাত্তরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে "জয় পাকিস্তান" ?? - হাসান মাহমুদ

 একাত্তরে বঙ্গবন্ধুর ই মার্চের ভাষণে "জয় পাকিস্তান"?? - হাসান মাহমুদ

সেই সময়ে আমি ঢাবি'র ছাত্রনেতা, আমি যে একাত্তর দেখেছি তার অনেক কিছুই এখনকার ষড়যন্ত্রী সমাজে অনুপস্থিত অথবা বিকৃত।  কিন্তু আমার কথা থাক। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ লোকের জনসমুদ্রের সামনে বঙ্গবন্ধুর বজ্রকন্ঠে সেই গগনবিদারী ঘোষণা - "প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো - তোমাদের যা কিছু আছে তা-ই দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে - আমি যদি হুকুম দেবার না পারি তোমরা রাস্তাঘাট যা যা আছে সব কিছু বন্ধ করে দেবে - এই দেশের মুক্তি না হওয়া পর্যন্ত খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো…. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম"!!!

তার মানে কি? ঘোষণা দিয়ে ট্যাক্স না দেওয়া, কিভাবে লোকেরা অফিস করবে কিভাবে বেতন নেবে এমন সমান্তরাল সরকার চালানো -  এহেন বুলন্দ ঘোষণার পর,...... কি কি পদ্ধতিতে “শত্রুর মোকাবেলা" করতে হবে ব্যাখ্যা করার পর "জয় বাংলা"-ই খাপ খায়, "জয় পাকিস্তান" খাপ খায়না তা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয়না।

“জয় পাকিস্তান” দাবিদারদের কে কে সেদিন সেই সভায় বা সেই মঞ্চে উপস্থিত ছিলেন খোঁজ নেয়া দরকার ! 

সেই সভার পরে এক প্রতিবেদনে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, শেখ মুজিব কৌশলে স্বাধীনতার ঘোষণা দিয়ে চলে গেলো, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না’ (ডয়েচে ভেলে, ৩১ অক্টোবর, ২০১৭):- https://www.banglatribune.com/columns/301107/%E2%80%98%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%AF%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%B9%E0%A7%81%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF...%E2%80%99     

  1. মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকার তাঁর ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইতে লিখেছেন সত্তরের সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু নাকি "জয় পাকিস্তান" বলেছেন। এই ভিডিওতে তিন মিনিট বিশ সেকেন্ড ও পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে তোফায়েল ভাই (তখনকার ছাত্রনেতা তোফায়েল আহমেদ) সেই বই দেখিয়ে বলছেন (A) এ কে খন্দকার নিজেই তাঁর বইতে লিখেছেন সেই সময়ে তিনি ওই সভায় উপস্থিত থাকা তো দূরের কথা, তিনি পূর্ব পাকিস্তানেই ছিলেন না, তিনি ছিলেন পশ্চিম পাকিস্তানে ! এবং (B) তোফায়েল ভাই  বলছেন তিনি নিজে মঞ্চে ছিলেন, বঙ্গবন্ধু "জয় পাকিস্তান" বলেননি,  :- https://www.youtube.com/watch?v=uOBQkSjljZU

                                                                                 TOFAEL.png

2. 02 Jun 2019 - ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ শেষে ‘জয় পাকিস্তান’ বলে শেষ করেন- এমন উদ্ভট তথ্য লেখায় জাতির কাছে ক্ষমা চাইলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকার:- https://www.youtube.com/watch?v=Y0v1erVzBkw

      AK.png

3. মার্চ আমি মঞ্চে ছিলাম - উনি জয় বাংলা বলে শেষ করেছেন - এরপর একটা শব্দও বলে নাই":- রব ভাই (ছাত্রনেতা আবদুর রব) - https://www.youtube.comch?v=JeRCnyEKaIg    

                                                                RAB_BHAI.png

                  আমরা শুধু দুর্ভাগাই নয়, আত্মঘাতী জাতিও বটে। 


Print