হাসান মাহমুদ - ০৮ সেপ্টেম্বর ২০২৫
জীবন শেষ হয়ে আসছে, আজ পেছন ফিরে দেখি বিভিন্ন বিষয়ে কি একটা হাইপার অ্যাক্টিভ জীবন কাটালাম!! বাংলাদেশ ও অন্যান্য দেশে দেশে কত অজস্র ঘটনা - অজস্র মুখ - অজস্র স্মৃতি !!
জীবনে এই সংগঠনগুলোর সাথে সক্রিয়ভাবে কাজ করেছি, এখন আমি শুধুমাত্র ওয়াশিংটন ডিসি বইমেলা এবং টরন্টোর সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে (নিষ্ক্রিয় ভাবে) জড়িত। তালিকার অনেক সংগঠনই নিষ্ক্রিয় অথবা বিলীন হয়ে গেছে :-
- ভাইস প্রেসিডেন্ট - ঢাকা কলেজ ছাত্রলীগ, 1964 – 66
- ভাইস প্রেসিডেন্ট - এফএইচ হল ছাত্রলীগ, ঢাকা ইউনিভার্সিটি - 1966 – 70
- নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক - এফএইচ হল সংসদ - ঢাকা ইউনিভার্সিটি 1967 – 70
- সাংস্কৃতিক সম্পাদক - বাংলাদেশ অ্যাসোসিয়েশন, আবুধাবি
- প্রতিষ্ঠাতা সদস্য - বাংলাদেশ ইসলামিয়া স্কুল – আবুধাবি
- প্রতিষ্ঠাতা সদস্য - প্রবাসী নাট্যগোষ্ঠী – আবুধাবি
- প্রতিষ্ঠাতা সদস্য - মুসলিম রিফর্ম মুভমেন্ট MRM - নর্থ আমেরিকা (আমেরিকা-কানাডা)
- উপদেষ্টা বোর্ডের সদস্য - ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেস, আমেরিকা
- গবেষক - দ্বীন রিসার্চ সেন্টার – হল্যান্ড
- ডিরেক্টর অফ শারিয়া ল' - মুসলিম ক্যানাডিয়ান কংগ্রেস
- প্রতিনিধি - ফ্রী মুসলিম কোয়ালিশন - কানাডা চ্যাপ্টার
- জেনারেল সেক্রেটারি - মুসলিম ফেসিং টুমরো – ক্যানাডা
- উপদেষ্টা - ওয়াশিংটন ডিসি বইমেলা
- উপদেষ্টা - বাচনিক আবৃত্তি সংগঠন টরন্টো
- উপদেষ্টা - আলো দিয়ে যাই সাংস্কৃতিক সংগঠন – টরন্টো
- উপদেষ্টা - বাংলাদেশ থিয়েটার – টরন্টো
- ভাইস প্রেসিডেন্ট - ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ – লন্ডন
- বাংলাদেশ সেকুলার ফাউন্ডেশন – জার্মানি
- প্রেসিডেন্ট - "ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট কমিটি - টরন্টো" - মূল উদ্যোক্তা মোহাম্মদ আলী বোখারী। অজস্র মিটিং, অনেক দৌড়ঝাঁপ করে, ডিজাইন জমা দিয়ে সিটি অফিস থেকে জমি বরাদ্দ পেয়েছিলাম। তিন বছরের মধ্যে আমরা টাকা তুলে মনুমেন্ট বানাতে পারিনি বলে আইন মাফিক জমি বরাদ্দ বাতিল হয়ে গিয়েছিল। পরে অন্য এক কমিটি শহীদ মিনার প্রতিষ্ঠা করেছে, তাঁতদেরকে অভিনন্দন।
**************************************************************