সমাপ্তি

সমাপ্তি

আঁধার গগন, ঘোর অমানিশা, ছুটন্ত পাখী বিলুপ্ত দিশা,
অসহ দহন অসহ্য তৃষা, অনন্ত পারাবারে,
ছুটি অনন্ত মহাকাল মাঝে, এ অন্ধকারে কিছু দেখি না যে,
অস্ফুটে শুধু শুনি সুর বাজে - অচিন বীণার তারে !
কিছু যায় বোঝা কিছু বা না যায়, মৃণ্ময় বীণা কে ওই বাজায়,
পলে বিদীর্ণ পলকে সাজায় - কৌতুক লীলাভরে,
জীবনের যুগ-যন্ত্রণা যত, সব ভুলে গিয়ে শুনি অবিরত,
অস্ফুটে এ ধমনীতে নিয়ত - কার গান খেলা করে !!
স্রষ্টা সৃষ্টি জানিনে জানিনে, কেবা প্রভু কেবা দাস তা মানিনে,
বেদ-বাইবেল-কোরাণ টানিনে - জটিল চিত্রলিখা,
স্বর্গ-নরক, দুরে সরে থাকো ! শেষ বিচারের রায় চাই নাকো,
অনন্ত স্নেহে শুধু ঢেকে রাখো - মাটির পুত্তলিকা।
শেষ পারানির কড়িটি গুছায়ে, জীবনের শেষ অশ্রু মুছায়ে,
ধীরে চলে যাবো ঘন বনছায়ে - সে বীণার সন্ধানে,
থাকুক পেছনে পুরানো ধরণী, অজস্র স্মৃতি অলখ বরণী –
ভেসে চলে যাবো ভাসায়ে তরণী - শেষ মিলনের টানে - - - -

Print