আল ভোঁদড়
আমি - আল ভোঁদড়ের "সাথে যে খেলিব মরণ খেলা,
- প্রভাতবেলা।
আমি - সুগভীর নি:স্বনে, কঠিন আলিঙ্গনে,
- কন্ঠ পাকড়ি ধরিব আঁকড়ি দুইজনা দুইজনে,
- দংশন-ক্ষত শ্যণবিহঙ্গ যুঝি ভুজঙ্গ সনে।".
আমি - ক্ষত বিক্ষত শান্তিকপোত, হয়েছি সর্বনাশা,
কারণ - আমার স্নিগ্ধ নীড়ে বিষধর নাগিনী বেঁধেছে বাসা।
আমি - আকাশ ফাটানো প্রলয়ংকর বিস্ফোরণের সাথে
সেই নাগিনীর মাথায় পড়ব করাল বজ্রপাতে।
আমি - রক্ত দুচোখে তীব্র তাকাব তার বিষাক্ত চোখে
এই বাংলা যে নরক করেছে তিরিশ লক্ষ শোকে।
সেই মুনাফেক নগ্ন জড়াব শত-সহস্র হাতে
আমি - এই দানবের মুখোশ খুলব উদ্ধত পদাঘাতে।
বুকে তুলে নেব একাত্তরের ছিন্নতন্ত্রী বীণা,
দেখব সেখানে কোনো প্রাণ বাকী এখনো রয়েছে কিনা।
তারপর - "নিশ্চল নিশ্চুপ,
- আপনার মনে পুড়িব একাকী, গন্ধবিধুর ধূপ।"
************************************************
হাসান মাহমুদের কণ্ঠে আবৃত্তি
আল আমিন বাবুর কণ্ঠে গান ও ভিডিও