• Home
  • Articles
  • Islamic :: Bangla
  • ঢাকা মহানগর পুলিশ কমিশনার: সফল জঙ্গীবাদ উচ্ছেদ প্রকল্প ও আহলে হাদিস

মসজিদে নারী - বাংলাদেশ আর কতকাল ওদের কব্জায় থাকবে?

 মসজিদে নারী - বাংলাদেশ আর কতকাল  ওদের কব্জায় থাকবে? - হাসান মাহমুদ 

বাংলাদেশে উগ্রতার সাথে ধর্মান্ধতা ও নারী-বিরোধিতা বেড়েছে। যেমন কোন কোন মসজিদে মহিলাদের প্রবেশ নিষেধ লেখা থাকে এমন খবর আমি দেখেছি। বর্তমান ভুয়া সাংবাদিকতার দুনিয়ায় এই খবর সত্যি কিনা জানবার চেষ্টা করছি, আপনি জানলে সূত্রসহ আমাকে জানান। যদি এটা সত্যি হয় বলবো এমন কিছু কাঠমোল্লা সব সমাজেই থাকে কিন্তু সরকার সেখানে সলজ্জ নববধূর মতো নীরব কেন? প্রাজ্ঞ আলেমরা ওই কাঠমোল্লাদেরকে থামাননা কেন?

অথচ নবীজির (স) সময় এক বালিকা মসজিদে নববী’র ভেতরেই থাকত, অন্য রেওয়াতে পাওয়া যায় তার কাজ ছিল মসজিদে নববী পরিষ্কার রাখা।  https://sunnah.com/ ওয়েবসাইটে মদিনা ইউনিভার্সিটির ডঃ মহসিন খানের সহি বুখারীর ইংরেজি অনুবাদ চেক করুন - মক্কার শারিয়া ও ইসলামিক কলেজের শারিয়া অফ ডিপার্টমেন্টের প্রধান ডঃ আমিন আল মিসরি এই বই সত্যায়িত করেছেন।

(1)   বিবি আয়েশা (র) জানাচ্ছেন- “মসজিদে নববীর ভেতরে তার একটা তাঁবু বা নীচু ছাদের কামরা ছিল” - সহি বুখারী ১ম খণ্ড হাদিস # ৪৩০, সহি বুখারী পঞ্চম খন্ড হাদিস 176-এও এটা আছে - পৃষ্ঠার স্ক্যান:- 

 woman_in_mosque.png

(2)   ফিকাহ কাউন্সিল অফ নর্থ আমেরিকার প্রেসিডেন্ট ডঃ মোজাম্মিল সিদ্দিকী বলেছেন – “ইসলামী ঐতিহ্যে মসজিদ নিয়ে কোনদিন এমন নারী বিরোধিতা ছিল না, এমনকি মাঝখানে দেয়াল বা আলাদা কক্ষও ছিল না। যা ছিল তা হল মসজিদে পুরুষের লাইনের পেছনে বাচ্চারা এবং তাদের পেছনে নারীর নামাজ পড়বেন”:- https://aboutislam.net/counseling/ask-the-scholar/prayer/partitions-men-women-mosque-required/

(3)    ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ইসলামিক স্কলার্স-এর প্রাক্তন চেয়ারম্যান ড ইউসুফ কারযাভী তাঁর "আধুনিক যুগঃ ইসলাম কৌশল ও কর্মসূচি" বইয়ের ৪১ পৃষ্ঠায় বলেছেন:- "রাসূল (স) যখন কোনো সমাবেশে নসিহত করতেন সেখানে মহিলারাও হাজির থাকতেন। তাঁরা জুমা, দুই ঈদ ও অন্যান্য নামাজের জামায়াতে পুরুষদের সঙ্গে শরিক হতেন কিংবা অন্তত হাজির থাকতেন"। বইটি জামায়াত অনলাইন লাইব্রেরীতে পাওয়া যায়।

  • অটোয়ার বন্ধু জানাচ্ছেন সেখানে ২৫১ নর্থ ওয়েস্টার্ন এভিনিউতে মুসলিম অ্যাসোসিয়েশন মসজিদে জানাজার নামাজে নারীরা থাকেন। 
  • সৌদি প্রবাসী একজন জানিয়েছেন, সেখানেও পুরুষ নারী একসাথে জানাযার নামাজ পড়ে।  
  • ******************************************
  • RELATED:- নারী-ইমামের ইমামতিতে নারী-পুরুষের যৌথ জামাতhttps://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/335-nari-imamera-imamatite-nari-purusera-yautha-jamata

Print