মুসলিম সমাজে নারী-ইমামের ইমামতিতে নারী-পুরুষের যৌথ জামাত একটা ট্যাবু, মুসলিম ইতিহাসেও ওটা আমি পাইনি। সম্প্রতি এটা দেখা যায় না কিন্তু অতীতে এমন নামাজ দেখেছি। আমার প্রশ্নের জবাবে তাঁরা বলেছেন (1) নারীর ওপরে পুরুষের অতি-আধিপত্যের বিরুদ্ধে এটা একটা প্রতিবাদ, (2) ইসলামে এ ব্যাপারে স্পষ্ট নিষেধ নেই, এর বিরুদ্ধে যা বলা হয় সেগুলো গ্রহণযোগ্য নয়।
আমি একটা শান্ত সভ্য দেশে থাকি, আমরা একে অন্যের কাজকর্মে চট করে মতামত দিয়ে ফেলিনা - বিশেষ করে নিন্দা। তাই আমি তাঁদের "বিচার" করব না।। তবে তাঁরা বলেছেন এটা তাঁরা হঠাৎ কখনো করেছেন, কিন্তু এটা করতেই হবে বা সর্বদাই করতে হবে এমনটি তাঁরা মনে করেন না।
COLOMBO, SRI LANKA
SOUTH INDIA
MUSLIM EDUCATION CENTER- OXFORD - LONDON
TORONTO - CANADA
PLACE UNKNOWN
DR. AMINA WADUD, USA.
***************************************
RELATED:- মসজিদে নারী - বাংলাদেশ আর কতকাল ওদের কব্জায় থাকবে? - https://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/333-2025-01-19-01-28-18