গণতন্ত্র ইসলামবিরোধী, পশ্চিমা বিশ্ব ইসলাম-মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে - মিথ্যা দাবি- হাসান মাহমুদ 27 January 2025 - https://www.facebook.com/photo/?fbid=10170566942005593&set=a.155426800592
দেশে শারিয়াপন্থীরা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার ঢালাও বদনাম করছেন কারণ ওগুলোই তাঁদের তথাকথিত "ইসলামী রাষ্ট্র" প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা। গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সমার্থক - বরং ধর্মনিরপেক্ষ না হলে সেটা গণতন্ত্রই হয় না:-
(ক) ধর্মনিরপেক্ষতা ধর্ম (ইসলাম) বিরোধী ?
দাবিটা ভাষার দিক দিয়েও ভুল। নিরপেক্ষ কোন কিছু বিরোধী হয় কিভাবে? বিরোধীতাও নয় সমর্থনও নয় সেটাইতো নিরপেক্ষতা! অতীত ইউরোপে চার্চ-রাষ্ট্রের অত্যাচারের বিরুদ্ধে ক্রুদ্ধ জনগণ 'রাষ্ট্রযন্ত্রে ধর্ম থাকবে না' এই তত্ত্বে চার্চরাষ্ট্র উচ্ছেদ করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্ম দিয়েছিল। কিন্তু সেটা টেকেনি, এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধর্মকে স্বীকৃতি দেয়, এমন কি রাষ্ট্রীয় আইনে কিছু ধর্মীয় উপাদানও ঢুকেছে:-
1. আমেরিকার ডলারে লেখা আছে “ইন্ গড উই ট্রাস্ট” (আমরা স্রষ্টায় বিশ্বাস করি)
2. পশ্চিমা বিশ্বে ইসলামী সংগঠন সহ লক্ষ লক্ষ ধর্মীয় সংগঠনকে আইনি নিবন্ধন দেয়া হয়েছে,
3. অনেক দেশে আদালতে ধর্মীয় শপথ আইনত: বৈধ,
4. সাংসদরা ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিতে পারেন, আমেরিকান মুসলিম এমপি কিথ এলিসন কোরান হাতে শপথ নিয়েছেন,
5. অনেক দেশে ক্যাথলিক স্কুলে সরকারি অনুদান দেয়া হয়,
6. সরকারগুলো পুলিশ দিয়ে ধর্মীয় অনুষ্ঠানগুলোর তত্ত্বাবধান করে যেমন আমাদের ঈদের নামাজ,
7. ধর্মনিরপেক্ষ বাংলাদেশ সরকার বানিয়েছে বাংলাদেশ ইসলামি ফাউণ্ডেশন, বায়তুল মোকাররমকে জাতীয় মসজিদ ঘোষণা করে সমস্ত খরচ দিচ্ছে, তবলিগ জামাতকে টঙ্গীতে জমি দিয়ে সহায়তা করেছে ইত্যাদি ইত্যাদি।
অর্থাৎ এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলো ধর্ম-বিরোধী তো নয়ই বরং সব ধর্মকে রক্ষা ও সহায়তা করে।
(খ) পশ্চিমা বিশ্ব ইসলাম-মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ?
ওটা ছিল ক্রুসেডের যুগ, এখন বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। এখন যেখানে মধ্যপ্রাচ্যের তৈল-সম্রাট গুলো সহ মুসলিম-বিশ্ব সিরিয়া ইরাকে যুদ্ধে আক্রান্ত মুসলিমদের মুখের উপরে দরজা বন্ধ করেছে, সেখানে পশ্চিমা বিশ্ব লক্ষ লক্ষ মুসলিমকে আশ্রয় দিয়েছে নাগরিকত্ব দিয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা করেছে। তারপরেও "পশ্চিমা বিশ্ব ইসলাম-মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে"? আমরা তো কোনদিন তাদেরকে একটা "থ্যাংক ইউ"-ও বলিনি! পশ্চিমা বিশ্ব জুড়ে সর্বক্ষেত্রে দাবড়িয়ে বেড়াচ্ছেন অগণিত মুসলিম পলিটিশিয়ান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিজ্ঞানী, প্রফেসর, ব্যবসায়ী, সাংবাদিক, কোম্পানির সিইও! ক্যানাডায় ৯৫% অমুসলিম কিন্তু তারাই ভোট দিয়ে সাংসদ ও মন্ত্রী বানিয়েছে মুসলিমদেরকে:-
(A) মিনিস্টার অফ জাস্টিস এন্ড এটর্নি জেনারেল আরিফ ভিরানি,
(B) মিনিস্টার অফ ইমিগ্রেশন আহমেদ হোসেন,
(C) মিনিস্টার অফ ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস মরিয়ম মুন্সেফ,
(D) অন্টারিও প্রাদেশিক সাংসদ সিলেটের ডলি বেগম,
(E) কুইবেক প্রদেশের ন্যাশনাল অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্ট ফাতেমা হুদা পেপিন,
(F) কানাডা সরকার "ইসলামোফোবিয়া নিরোধ কমিটি"-র প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে আমিরা এল ঘাওয়াবি-কে!
৯৮.৫% অমুসলিমের দেশ আমেরিকা - তারাই ভোট দিয়ে রেকর্ড সংখ্যক মুসলিমকে বিজয়ী করেছেন ২০২২ সালে। বিলেতে মুসলিম ৭% এরও কম অথচ সমাজের প্রতিটি ক্ষেত্রে তাঁরা দাপটের সাথে দৃশ্যমান।
আরো প্রমাণ চান? পশ্চিমা বিশ্বে গিজগিজ করছে অমুসলিম এবং নাস্তিক, অথচ ক’মাস আগে আমার শহর টরন্টো সহ পুরো পশ্চিমা বিশ্ব বিস্ফোরিত হয়েছিল ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে। অসংখ্য অমুসলিম এবং নাস্তিক বিক্ষোভকারী পুলিশের ডান্ডার বাড়ি খেয়েছে, গ্রেফতার হয়েছে, কত বিক্ষোভকারী ছাত্রের ছাত্রত্ব বাতিল করেছে ইউনিভার্সিটি, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে।
তারপরেও "পশ্চিমা বিশ্ব ইসলাম-মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে" ?
8. পশ্চিমা বিশ্বে মসজিদ কত কোটি আল্লাহই জানেন, এক রাশিয়াতেই মসজিদ ৮০০০-এর বেশী,
9. বহু মসজিদের সাথে আছে বাচ্চাদের জন্য সরকার অনুমোদিত হাজার হাজার সানডে ইসলামিক স্কুল,
10. বেলজিয়াম সরকার নিষিদ্ধ করেছিল শারিয়া বিরোধী মিছিল - "Sep 11, 2007 — Freddy Thielemans, the mayor of Brussels, banned the rally last month" - https://www.aljazeera.com/news/2007/9/11/clashes-at-belgian-anti-islam-rally
11. ক্যানাডা সহ কিছু দেশ মসজিদের মাইক থেকে বাইরে আজান প্রচারের সীমাবদ্ধ অধিকার দিয়েছে,
12. আমেরিকান মুসলিম এমপি কিথ এলিসনকে কোরান হাতে শপথ নেবার অধিকার দেয়া হয়,
13. বিলেত সরকার ইসলামী সংগঠনগুলোকে ১১৭ মিলিয়ন পাউন্ড দিয়েছেন (১৪৬ মিলিয়ন ইউ এস ডলার),
14. বিলেতের স্পিকার জন বারকো পার্লামেন্টের ভেতর কোরান তেলাওয়াতের অনুমতি দিয়েছেন,
15. বিলেত সরকার ৮৫টি শারিয়া কোর্টকে আইনি বৈধতা দিয়েছে, শারিয়া কোর্টের সংখ্যাও বাড়ছে,
16. বিলেতের সরকার শারিয়া-বণ্ড বাজারে ছেড়েছে,
17. কানাডা সরকার “হালাল মর্টগেজ”চালু করেছে (The Canadian federal government announced plans to expand access to halal mortgages in its 2024 budget),
18. আমেরিকার ট্রেজারী ও সরকারি প্রতিষ্ঠান এ-আই-জি শারিয়া-ব্যাঙ্কিং অনুমোদন দিয়েছে,
19. নিউজিল্যান্ডে ক্রাইস্ট চার্চ মসজিদে মুসলিমের উপর গণহত্যার পর পার্লামেন্টের ভেতর কোরান তেলাওয়াত করা হয়,
20. জার্মানি ফ্রান্স সহ ইউরোপের কিছু দেশের আইনে কিছু শারিয়া উপাদান গ্রহণ করা হয়েছে,
21. ক্যানাডার সরকার অক্টোবরকে "ইসলামিক হিস্ট্রি মান্থ" ঘোষণা করেছে,
22. কানাডা সহ বিভিন্ন দেশে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে শক্ত আইন আছে এবং সেগুলো শক্তির সাথে প্রয়োগ করা হয়।
23. পুরো পশ্চিমা বিশ্ব জুড়ে আইনি বৈধতায় বিস্ফোরিত হয়েছে অগণিত ইসলামী ব্যাংকিং শাখা
24. বেশ কিছু মুসলিমকে চিনি যাঁদেরকে সমাজে অবদান রাখার জন্য ব্রিটিশ সরকার MBE পদক (Most Excellent Order of the British Empire) এবং কানাডিয়ান সরকার সম্মাননা সার্টিফিকেট দিয়েছে। আমিও পেয়েছি সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার জন্য, অন্যান্য পশ্চিমা দেশেও এমন থাকার কথা।
25. এই রমজানে আমেরিকান পুলিশ সরকারি নির্দেশে মুসলিমদের মধ্যে ইফতারের প্যাকেট বিতরণ করেছে এবং মসজিদে গিয়ে ইফতারে অংশ নিয়েছে - Police In The USA Are Distributing Iftar To Local Muslim Community During The Ramadan...Also Joined The Mosque Members In Breaking Their Fast At Sundown. - https://www.facebook.com/reel/1148034059861843
26. সৌদি প্রিন্স তালাল-এর ৪০ মিলিয়ন ডলার অর্থায়নে হার্ভার্ড ও জর্জটাউন ইউনিভার্সিটি শারিয়া এবং ইসলামিক স্টাডিজ পড়াচ্ছে,,
27. অনেকেই জানেন না যে পশ্চিমা বিশ্বে বিপুল সংখ্যক মুসলিম-বান্ধব অমুসলিম সংগঠন ও বুদ্ধিজীবীরা আছেন। বছর চারেক আগে ছবিসহ তাঁদের কিছু নাম পরিচয় ও কর্মকাণ্ড তুলে ধরেছিলাম :- “ইসরায়েল-ফিলিস্তিন: শত্রু-মিত্র চিনলি নারে মন”! :- https://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/195-2022-12-21-15-14-12
এগুলো কি ইসলাম মুসলিম বিদ্বেষ? না এটাই ধর্মনিরপেক্ষতা। হ্যাঁ, চোর-ডাকাতের মতো এখানেও কিছু ইসলাম-মুসলিম বিদ্বেষী আছে। কিন্তু তাদের সংখ্যা ও শক্তি নগণ্য - তাদের বিরুদ্ধে আছে সচেতন সমাজ, ইসলামোফোবিয়ার বিরুদ্ধে শক্তিশালী আইন ও তার প্রয়োগ। আগেই বলেছি কানাডা সরকার "ইসলামোফোবিয়া নিরোধ কমিটি"-র প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে আমিরা এল ঘাওয়াবি-কে!
তারপরেও "পশ্চিমা বিশ্ব ইসলাম-মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে"? দাবিটা শুধু ভিত্তিহীনই নয়, প্রতারণাও বটে। পশ্চিমা বিশ্ব ইসলাম মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে প্রথম আক্রমণ করতো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। ঘটেছে সেটা?
RELATED:-
(A) গণতন্ত্র বনাম ইসলামী রাষ্ট্র - ইসলামী সিটি ও ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট:- https://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/312-2024-10-31-14-17-29
(B) ইসলামে গণতন্ত্র বৈধ কেন :- https://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/258-2023-12-31-19-27-40