• Home
  • Articles
  • Islamic :: Bangla
  • প্রাপ্তবয়স্ক পুরুষকে মুসলিম নারীর স্তন্যপান করানোর হাদিস এবং তার কুফল

কখন শারিয়া আইনে ক্রিমিন্যালদেরকে গ্রেপ্তার করা বেআইনী ?

কখন শারিয়া আইনে ক্রিমিন্যালদেরকে গ্রেপ্তার করা বেআইনী ?

আবারো শারিয়া আইন। কারণ ইসলামী আবেগকে পুঁজি করে যাঁদেরকে মরিচীকার পেছনে ছোটানো হচ্ছে তাঁদের চোখ খোলা দরকার। আমাদের এতো বছরের চেষ্টার ফলে অজস্র অন্ধ চোখ খুলেছে, কিন্তু পুরো জাতির অন্ধত্ব দূর করা দরকার। শারিয়ার সমস্যা ও তার সমাধান কেন অসম্ভব তা আগেই দেখানো হয়েছে :- https://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/215-2023-03-27-01-42-40

এবারে আরেকটা উদাহরণ।  ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুরে ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ :-   https://bangla.bdnews24.com/samagrabangladesh/08ahzdxa68

অবিশ্বাস্য হলেও সত্যি, ইসলামী রাষ্ট্রে এই ডাকাতদেরকে (কিংবা যে কোনো অপরাধীকে) এভাবে গ্রেপ্তার করা অবৈধ। খুন জখম বা ব্যাংক ডাকাতি, প্লেন হাইজ্যাক বা ধর্ষণ........যে কোন অপরাধ ঘটবার পরে আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারবেনা। কারণ (শারিয়া কেতাবের পৃষ্ঠার স্ক্যান নীচে দেখুন) :-

বিধিবদ্ধ ইসলামী আইন ১ম খণ্ড ধারা ২খ:- "যে কর্মটি করিলে অথবা না করিলে অপরাধ হয় তাহা বাস্তবে সংঘটিত হইতে হইবে", এবং

বিধিবদ্ধ ইসলামী আইন ৩য় খণ্ড ধারা ১২৮২:- “কোন ব্যক্তির অপরাধ প্রকাশ্য আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাহাকে গ্রেপ্তার বা আটকের মাধ্যমে তাহার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাইবে না"।

এর সাথে যোগ করুন আইনদুটোর বিশ্লেষণ - উদ্ধৃতি :-

(১) "বাস্তবে সংঘটিত না হওয়া পর্যন্ত কোনো কর্মের জন্য কাহাকেও দায়ী করা যায়না" - ১ম খণ্ড পৃ: ২০৮, এবং
(২) "ইসলামী রাষ্ট্রে কোনো নাগরিকের অপরাধ প্রকাশ্য আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাহাকে আটক করা যাইবে না" - ৩য় খণ্ড পৃ: ৭৮২)।

কি দাঁড়ালো তাহলে? অপরাধের প্ল্যান করার সময় অপরাধীকে ধরা যাবেনা ! এগুলো তো অপরাধীকে রক্ষা করার মারাত্মক অপরাধী-বান্ধব আইন !! অনেক সময়ই তো গুপ্তচরের সাহায্যে পুলিশ চুরি-ডাকাতি থেকে শুরু করো বোমাবাজী-খুন-গণহত্যা এমনকি পেন-হাইজ্যাকের পরিকল্পনা আগে থেকেই জেনে ফেলে ও অপরাধীদের গ্রেপ্তার করে। এতে জনগণের জানমালের সুরক্ষা হয়, এবং অপরাধীরা ভয় পায়।  

এসব আইন দিয়ে কোনো দেশ চলতে পারে ? আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনার মাতৃভূমিতে এইসব আইন চান আপনি ?

 

Related :-
শারিয়া আইনের উদাহরণ:- https://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/214-2023-03-24-00-05-10

** ইসলামের মৌলিক"-এর (Fundamentals of Islam) সাথে সাংঘর্ষিক প্রত্যেকটি বিষয় ও আইন সংস্কার বা বর্জন করতে হবে।

Print